২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহার নির্বাচন: ‘ইন্ডিয়া’-তে যোগ দিতে পারে ওয়াইসির মীম, সীমাঞ্চলে ২৪টি আসনের দাবি

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 239

পুবের কলম ওয়েবডেস্ক: আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম, যাকে কংগ্রেস ও আরজেডি প্রায়ই বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করে থাকে, এবার সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অংশ হতে।

এআইএমআইএম-এর বিহার রাজ্য সভাপতি ও বিধায়ক আখতারুল ইমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, তাঁদের দল আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে কিছু বিধায়কের মাধ্যমে যোগাযোগ করেছে। প্রস্তাব দেওয়া হয়েছে মুসলিম-প্রধান সীমাঞ্চল অঞ্চলে একসঙ্গে নির্বাচনে লড়ার।

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

ইমান জানান, তাঁদের দল বিজেপির ঘোর বিরোধী। এখন তেজস্বীর উপর নির্ভর করছে জোট প্রস্তাবের উত্তর দেওয়া। তিনি বলেন, “আমাদের বিধায়কেরা আমাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়নি।”

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এর আগে বিহারে গিয়ে ওয়াইসি অভিযোগ করেছিলেন, আরজেডি তাঁর দলে ভাঙন ধরিয়েছে। তবু তিনি দাবি করেন, এবারের নির্বাচনে এআইএমআইএম অন্তত ২৪টি আসনে জয়ী হবে। দল রাজ্যজুড়ে ৫০টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন ইমাম।

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

তিনি আরও বলেন, “আমরা আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়তে চাই। তবে আলোচনা ব্যর্থ হলে ভোট বিভাজনের দায় আমাদের নয়। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো উপায় নেই।”

২০২০ সালের বিধানসভা নির্বাচনে সীমাঞ্চলে চমক দেখিয়ে এআইএমআইএম পাঁচটি আসনে জয় পায়। তবে পরে তাঁদের চার বিধায়ক আরজেডিতে যোগ দেন। ওই বছর এআইএমআইএম বৃহত্তর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ফ্রন্টের অংশ হিসেবে বিএসপি ও আরএলএসপি-র সঙ্গে লড়ে। সেই ফ্রন্টে বিএসপি একটি আসনে জয়ী হয়, যার বিধায়ক জামা খান পরে জেডিইউ-তে যোগ দিয়ে মন্ত্রী হন।

আরজেডি সূত্রে খবর, এআইএমআইএম-এর ইন্ডিয়া জোটে যোগদানের অনুরোধ বাম দলগুলি কড়া ভাবে বিরোধিতা করছে। তবু সীমাঞ্চলে এআইএমআইএম-এর প্রভাবকে গুরুত্ব দিয়ে কংগ্রেস ও আরজেডি তাদের অন্তর্ভুক্তির পক্ষে।

জানা গেছে, আরজেডি-কংগ্রেস জোট এআইএমআইএম-কে ৮–১০টি আসনের প্রস্তাব দিলেও, ওয়াইসির দল সীমাঞ্চলের কিশনগঞ্জ, আরারিয়া, কাটিহার ও পুরনিয়ায় ২৪টি আসনের দাবি জানিয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহার নির্বাচন: ‘ইন্ডিয়া’-তে যোগ দিতে পারে ওয়াইসির মীম, সীমাঞ্চলে ২৪টি আসনের দাবি

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম, যাকে কংগ্রেস ও আরজেডি প্রায়ই বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ করে থাকে, এবার সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অংশ হতে।

এআইএমআইএম-এর বিহার রাজ্য সভাপতি ও বিধায়ক আখতারুল ইমান মঙ্গলবার সাংবাদিকদের জানান, তাঁদের দল আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে কিছু বিধায়কের মাধ্যমে যোগাযোগ করেছে। প্রস্তাব দেওয়া হয়েছে মুসলিম-প্রধান সীমাঞ্চল অঞ্চলে একসঙ্গে নির্বাচনে লড়ার।

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

ইমান জানান, তাঁদের দল বিজেপির ঘোর বিরোধী। এখন তেজস্বীর উপর নির্ভর করছে জোট প্রস্তাবের উত্তর দেওয়া। তিনি বলেন, “আমাদের বিধায়কেরা আমাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়নি।”

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

এর আগে বিহারে গিয়ে ওয়াইসি অভিযোগ করেছিলেন, আরজেডি তাঁর দলে ভাঙন ধরিয়েছে। তবু তিনি দাবি করেন, এবারের নির্বাচনে এআইএমআইএম অন্তত ২৪টি আসনে জয়ী হবে। দল রাজ্যজুড়ে ৫০টি আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন ইমাম।

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

তিনি আরও বলেন, “আমরা আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়তে চাই। তবে আলোচনা ব্যর্থ হলে ভোট বিভাজনের দায় আমাদের নয়। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো উপায় নেই।”

২০২০ সালের বিধানসভা নির্বাচনে সীমাঞ্চলে চমক দেখিয়ে এআইএমআইএম পাঁচটি আসনে জয় পায়। তবে পরে তাঁদের চার বিধায়ক আরজেডিতে যোগ দেন। ওই বছর এআইএমআইএম বৃহত্তর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ফ্রন্টের অংশ হিসেবে বিএসপি ও আরএলএসপি-র সঙ্গে লড়ে। সেই ফ্রন্টে বিএসপি একটি আসনে জয়ী হয়, যার বিধায়ক জামা খান পরে জেডিইউ-তে যোগ দিয়ে মন্ত্রী হন।

আরজেডি সূত্রে খবর, এআইএমআইএম-এর ইন্ডিয়া জোটে যোগদানের অনুরোধ বাম দলগুলি কড়া ভাবে বিরোধিতা করছে। তবু সীমাঞ্চলে এআইএমআইএম-এর প্রভাবকে গুরুত্ব দিয়ে কংগ্রেস ও আরজেডি তাদের অন্তর্ভুক্তির পক্ষে।

জানা গেছে, আরজেডি-কংগ্রেস জোট এআইএমআইএম-কে ৮–১০টি আসনের প্রস্তাব দিলেও, ওয়াইসির দল সীমাঞ্চলের কিশনগঞ্জ, আরারিয়া, কাটিহার ও পুরনিয়ায় ২৪টি আসনের দাবি জানিয়েছে।