আমার কী বা করার আছে? ওঁর (সিদ্দারামাইয়ার) পাশে দাঁড়াব এবং সমর্থন করব। হাইকমান্ড যা বলবে আমি মান্য করব: উপমুখ্যমন্ত্রী
জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

- আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
- / 38
আগামী ৫ বছর আমিই থাকব মুখ্যমন্ত্রী: সিদ্দারামাইয়া
পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী পাঁচ বছর আমিই কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে থাকব। আপনাদের মনে কোনও সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিয়ে ঘোষণা সিদ্দারামাইয়ার। এই মন্তব্যের কিয়ৎক্ষণ বাদ হতাশা ব্যক্ত করে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, আমার কী বা করার আছে? ওঁর (সিদ্দারামাইয়ার) পাশে দাঁড়াব এবং সমর্থন করব। হাইকমান্ড যা বলবে আমি মান্য করব।এতে আমার কোনও আপত্তি নেই। আমি কাউকে আমার পক্ষে কথা বলতে বলিনি। এর প্রয়োজন নেই। যখন একজন মুখ্যমন্ত্রী থাকেন, তখন এই ধরনের বক্তব্যের কোনও প্রশ্নই ওঠে না। অনেকেই দলের জন্য কাজ করেছেন; শুধু আমি নই। লক্ষ লক্ষ দলীয় কর্মী দলের জন্য পরিশ্রম করেছেন, প্রথমে তাদের কথা ভাবুন।
মুখ্যমন্ত্রী পালাবদলে নাটক আপাতদৃষ্টিতে স্তিমিত হলেও ছাই চাপা আগুন যে কোনও সময়ে গণগণে আঁচে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে একাংশ।
উল্লেখ্য, রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন প্রশাসনের আসন্ন ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মধ্যে দ্বন্দ্ব এবং দলের কিছু বিধায়কদের মধ্যে ক্রমবর্ধমান অস্থিরতার পর নান ধরণের গুঞ্জন শোনা যাচ্ছিল। যার মধ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন অন্যতম। সেই জল্পনায় এদিন জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
তবে বিধায়কদের অন্দরে ফাটলের থিয়রি নস্যাৎ করে উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সম্প্রতি বলেছেন, দলের অন্দরে কোনও মতবিরোধ বা অসন্তুষ্টি নেই। আমরা ইতিমধ্যেই বিধায়কদের কাজ ভাগ করে দিয়েছি। তবে কেউ সীমালঙ্ঘন করলে তাঁকে শোকজ নোটিশ দেওয়া হবে।