সবার কল্যাণের কথা বলে ইসলাম, মালদার গাজোলে পিস একাডেমিতে এসে বললেন বাংলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. রইসুদ্দিন সাহেব। শনিবার মিশনের এডমিনিস্ট্রেটিভ ব্লকের শিলান্যাস, কম্পিউটার ল্যাবের উদ্বোধন, অভিভাবক সভা সহ একাধিক অনুষ্ঠান ছিল। সেখানে ডা. রইসুদ্দিন ক্লাসের পড়ায় বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে নৈতিক শিক্ষার প্রতিও তিনি জোর দেন। অন্যদিকে পিস্ একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. এম রহমান সকলের জন্য শিক্ষা, সকলের জন্য শান্তির বার্তা দেন।
উপস্থিত ছিলেন মিশনের সভাপতি ডা: নুরুল ইসলাম মাজিদি, সহ সম্পাদক তাহমিনা রহমান, ডাইরেক্টর আখতার হোসেন, সুপার মোঃ আশরাফুজ্জামান সহ অনেকেই।
আখতার হোসেন জানান, পীস অ্যাকাডেমি আজ উত্তরবঙ্গের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক–শিক্ষিকার নিষ্ঠায় বিগত বছরগুলোতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটি চমৎকার ফলাফল অর্জন করেছে। বর্তমানে গার্লস, বয়েজ ও হিফজ — তিনটি সেকশনে ছয় শতাধিক শিক্ষার্থী আধুনিক পরিকাঠামোতে শিক্ষা গ্রহণ করছে। উন্নত শিক্ষাসেবা, নৈতিক চর্চা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশে পীস অ্যাকাডেমি প্রতিনিয়ত অগ্রসর হচ্ছে।”
১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সবার কল্যাণের কথা বলে ইসলাম, পিস একাডেমিতে ডা. রইসুদ্দিন
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার
- 325
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (200, 2); aec_lux: 124.13048; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 41;
ট্যাগ :
সর্বধিক পাঠিত




































