উৎসবের মরশুমে বাড়তি মেট্রো

- আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, সোমবার
- / 36
পুবের কলম, ওয়েবডেস্কঃ উৎসবের মরশুমে ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। আগামী ২৫ ডিসেম্বর থেকে চলবে বাড়তি মেট্রো। করোনা আবহে দীর্ঘদিন মেট্রো বন্ধ থাকার পর ফের চাকা গড়ায়। এই মুহূর্তে ২৭২টি রেক চলছে। এবার থেকে চলবে ২৭৬টি মেট্রো। অর্থাৎ রাজ্যবাসীর সুবিধার জন্য বাড়ল মেট্রোর সংখ্যা। আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রতি শনি ও রবিবার এই বাড়তি পরিষেবা পাবে যাত্রী থেকে সাধারণ মানুষ।২৫ ডিসেম্বর সারাদিনে ২৩০টি মেট্রো চলবে। এখন ২২০ টি মেট্রো চলে শনিবারে। এবার বড়দিন থেকে এই সুবিধা পাবে রাজ্যবাসী।
কাজের দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো পরিষেবা বাড়ছে। এখন ২৭২টি মেট্রো চলে সোম থেকে শুক্র। সেই জায়গায় ২৭৬ টি মেট্রো চলবে কাজের দিনে। অর্থাৎ চারটি মেট্রো বাড়ানো হল সোম থেকে শুক্রবারে। আগামী ২৭ ডিসেম্বর থেকে চালু হবে এই পরিষেবা।
একেই রাজ্যজুড়ে শীতের আমেজ। এই সময়ে প্রায় সকলের মধ্যেই বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়ে। তার ওপর রয়েছে বড়দিন, নিউ-ইয়ার। এই সময়ে ভিড়ের চাপ এড়াতে মেট্রোর সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ।