১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোটাররা সাবধান, বিজেপি ক্ষমতায় না এলে! হুঁশিয়ারি যোগীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 68

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন। আর সেই নির্বাচন শুরু হতেই ভোটারদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি ভোট শুরু হতেই বলেন, ‘ভোটাররা সাবধান হোন। বিজেপি ক্ষমতায় না এলে, উত্তরপ্রদেশের অবস্থাও বাংলা, কেরল, কাশ্মীরের মতো হবে। বিজেপি ক্ষমতায় না এলে রাজ্যের কোনও উন্নয়ন হবে না। পাঁচ বছরের পরিশ্রম মাটি হয়ে যায়।’

এদিকে বিরোধীদের বক্তব্য, প্রথম দফার নির্বাচন শুরু হতেই যোগী আদিত্যনাথ কি ভয় পেয়ে গেছেন। কোথায় হারার ভয় কাজ করছে তার মধ্যে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আজ উত্তরপ্রদেশে চলছে প্রথম দফার নির্বাচন।মোট ৭ দফায় হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভার প্রথম দফার নির্বাচন হবে ৫৮টি আসনে।  পশ্চিম উত্তরপ্রদেশের ১১ জেলার মধ্যে পড়ে এই আসনগুলি। প্রথম দফায় ভাগ্য নির্রাধিত হবে  ৬২৩ জন প্রার্থীর। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিং। যিনি লড়ছেন  নয়ডা থেকে। উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবিরানি মৌর্য। যিনি নির্বাচনে লড়ছেন আগরা থেকে। এছাড়াও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের নাতি সন্দীপ সিং প্রতিযোগিতা করছেন অত্রৌলি।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির হল হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায়  মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী রাজ্যের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ।

উল্লেখ্য, ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৫৩টি সিট দখল করে, সমাজপার্টি পায় ২টি আসন, বহুজন সমাজ পার্টি ২, রাষ্ট্রীয় লোক দল ১টি। খালি ছিল কংগ্রেসের হাত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভোটাররা সাবধান, বিজেপি ক্ষমতায় না এলে! হুঁশিয়ারি যোগীর

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ উত্তরপ্রদেশের প্রথম দফার নির্বাচন। আর সেই নির্বাচন শুরু হতেই ভোটারদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তিনি ভোট শুরু হতেই বলেন, ‘ভোটাররা সাবধান হোন। বিজেপি ক্ষমতায় না এলে, উত্তরপ্রদেশের অবস্থাও বাংলা, কেরল, কাশ্মীরের মতো হবে। বিজেপি ক্ষমতায় না এলে রাজ্যের কোনও উন্নয়ন হবে না। পাঁচ বছরের পরিশ্রম মাটি হয়ে যায়।’

এদিকে বিরোধীদের বক্তব্য, প্রথম দফার নির্বাচন শুরু হতেই যোগী আদিত্যনাথ কি ভয় পেয়ে গেছেন। কোথায় হারার ভয় কাজ করছে তার মধ্যে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আজ উত্তরপ্রদেশে চলছে প্রথম দফার নির্বাচন।মোট ৭ দফায় হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। ৪০৩ আসন বিশিষ্ট উত্তর প্রদেশ বিধানসভার প্রথম দফার নির্বাচন হবে ৫৮টি আসনে।  পশ্চিম উত্তরপ্রদেশের ১১ জেলার মধ্যে পড়ে এই আসনগুলি। প্রথম দফায় ভাগ্য নির্রাধিত হবে  ৬২৩ জন প্রার্থীর। যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ছেলে পঙ্কজ সিং। যিনি লড়ছেন  নয়ডা থেকে। উত্তরাখণ্ডের প্রাক্তন রাজ্যপাল বেবিরানি মৌর্য। যিনি নির্বাচনে লড়ছেন আগরা থেকে। এছাড়াও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহের নাতি সন্দীপ সিং প্রতিযোগিতা করছেন অত্রৌলি।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলির হল হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আলিগার্গ, মথুরা এবং আগ্রা শামলি, মুজাফফরনগর, মিরাট, বাগপত, গাজিয়াবাদ।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায়  মোট ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যোগী রাজ্যের ৯ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হবে। সুরেশ রানা,অতুল গর্গ, শ্রীকান্ত শর্মা, সন্দীপ সিং, অনিল শর্মা, কপিল দেব আগরওয়াল, দিনেশ খটিক, ডাঃ জি এস ধর্মেশ এবং চৌধুরী লক্ষ্মী নারায়ণ।

উল্লেখ্য, ২০১৭ সালের নির্বাচনে বিজেপি ৫৩টি সিট দখল করে, সমাজপার্টি পায় ২টি আসন, বহুজন সমাজ পার্টি ২, রাষ্ট্রীয় লোক দল ১টি। খালি ছিল কংগ্রেসের হাত।