১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রিট প্রশ্ন ফাঁসঃ বিধানসভায় কটাক্ষ বিজপির, পালটা তোপ কংগ্রেসের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 105

পুবের কলম, ওয়েবডেস্কঃ রিট পরীক্ষায় পেপার ফাঁস ইস্যুতে রাজস্থান সরকারের সঙ্গে বিরোধে জড়াল বিজেপি। রিট পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভায় তুমুল হৈ হট্টোগোল বাধায় গেরুয়া শিবির। ঘটনায় বিধানসভায় চারটি অধিবেশন পর পর মুলতবি হয়ে যায়। গন্ডোগোলের জন্য চারজন বিজেপিকে বিধায়ককে সাসপেন্ড করা হয়।

বিজেপিকে পালটা কটাক্ষ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়া হয়নি কেন? বৃহস্পতিবার রিট ইস্যুতে বিধানসভায় বিজেপির আচরণের নিন্দা করে এই প্রশ্ন তোলেন গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজেপি উন্নয়ন ইস্যুতে আলোচনা চায় না। শুধু বিধানসভার কাজে বিঘ্ন ঘটাতে জানে।’
প্রসঙ্গত, বিধানসভায় রিট (রাজস্থান এলিজিবিটি এক্সামিন ফর টিচার্স) পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ তুলে তদন্তের ভার সিবিআইকে দেওয়ার দাবি জানায় বিজেপি। এই ইস্যুতে বিধানসভায় তুমুল হৈ-চৈ শুরু করে বিজেপি। বিধানসভার চারটি অধিবেশন পর পর মুলতবি হয়ে যায়। বৃহস্পতিবার হট্টগোলের কারণে চার বিজেপি বিধায়ককে অধিবেশনের বাকি অংশের জন্য বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই রাজস্থানে রিট পরীক্ষায় পেপার ফাঁসের ঘটনা নিয়ে গেহলট সরকারকে কাঠগড়ায় তুলোধনা করছে বিজেপি।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

মুখ্যমন্ত্রী অশোক গেহলট হিন্দিতে একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘রাজ্যের বিজেপি নেতারা ক্রমাগত সরকারকে দোষারোপ করে এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা না করে বিরোধীদের মর্যাদা ক্ষুন্ন করার কাজ করে চলেছে তারা’।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপির যুবকদের উসকে এক ধরনের হিংসার বাতাবরণ তৈরি করছে। এই কারণে সরকার রিট-পরীক্ষা লেভেল-২ বাতিল করেছে।

গেহলট বলেন, হরিয়ানায় পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র, মধ্যপ্রদেশে SDO, RAEO এবং নার্স নিয়োগ পরীক্ষা, UP-এ দারোগা নিয়োগ, UPPCL নিয়োগ, UP নিম্ন অধীনস্থ পরীক্ষা, গ্রাম উন্নয়ন আধিকারিক, UP PAT, UP TET পরীক্ষা, UGC NET 2020 কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, এসএসসি-সিজিএল নিয়োগ, সেনাবাহিনীতে সাধারণ দায়িত্ব নিয়োগ ইত্যাদির প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সমস্ত পরীক্ষা বাতিল করতে হয়েছিল। কিন্তু এই ঘটনায় শুধুমাত্র সেখানকার সংস্থাগুলি রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করেছে। আমার বিজেপির কাছে প্রশ্ন কেন পেপার ফাঁসের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানো হল না?

উল্লেখ্য, রিট (রাজস্থান এলিজিবিটি এক্সামিন ফর টিচার্স) পরীক্ষা হয়েছিল ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। এদিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই বিজেপি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলে। সেই সঙ্গে এই ঘটনায় কয়েকজন মন্ত্রী ও আমলাদের জড়িত থাকার অভিযোগও তোলে বিজেপি। ঘটনায় তদন্ত নামে রাজস্থান পুলিশের স্পেশাল টিম। এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি রিট-২০২১ লেভেল -২ বাতিল করে রাজস্থান সরকার। গেহলট বলেছেন, গুজরাটে ১৩ ফেব্রুয়ারি প্রস্তাবিত নন-সচিব ক্লার্ক পরীক্ষা আজ স্থগিত করা হয়েছে। এই নিয়ে গত চার বছরে তিনবার এই পরীক্ষা বাতিল হল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিট প্রশ্ন ফাঁসঃ বিধানসভায় কটাক্ষ বিজপির, পালটা তোপ কংগ্রেসের

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রিট পরীক্ষায় পেপার ফাঁস ইস্যুতে রাজস্থান সরকারের সঙ্গে বিরোধে জড়াল বিজেপি। রিট পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভায় তুমুল হৈ হট্টোগোল বাধায় গেরুয়া শিবির। ঘটনায় বিধানসভায় চারটি অধিবেশন পর পর মুলতবি হয়ে যায়। গন্ডোগোলের জন্য চারজন বিজেপিকে বিধায়ককে সাসপেন্ড করা হয়।

বিজেপিকে পালটা কটাক্ষ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত সিবিআইকে দেওয়া হয়নি কেন? বৃহস্পতিবার রিট ইস্যুতে বিধানসভায় বিজেপির আচরণের নিন্দা করে এই প্রশ্ন তোলেন গেহলট। রাজস্থানের মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিজেপি উন্নয়ন ইস্যুতে আলোচনা চায় না। শুধু বিধানসভার কাজে বিঘ্ন ঘটাতে জানে।’
প্রসঙ্গত, বিধানসভায় রিট (রাজস্থান এলিজিবিটি এক্সামিন ফর টিচার্স) পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ তুলে তদন্তের ভার সিবিআইকে দেওয়ার দাবি জানায় বিজেপি। এই ইস্যুতে বিধানসভায় তুমুল হৈ-চৈ শুরু করে বিজেপি। বিধানসভার চারটি অধিবেশন পর পর মুলতবি হয়ে যায়। বৃহস্পতিবার হট্টগোলের কারণে চার বিজেপি বিধায়ককে অধিবেশনের বাকি অংশের জন্য বরখাস্ত করা হয়।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই রাজস্থানে রিট পরীক্ষায় পেপার ফাঁসের ঘটনা নিয়ে গেহলট সরকারকে কাঠগড়ায় তুলোধনা করছে বিজেপি।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

মুখ্যমন্ত্রী অশোক গেহলট হিন্দিতে একটি ট্যুইট করে জানিয়েছেন, ‘রাজ্যের বিজেপি নেতারা ক্রমাগত সরকারকে দোষারোপ করে এই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। রাজ্যের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা না করে বিরোধীদের মর্যাদা ক্ষুন্ন করার কাজ করে চলেছে তারা’।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপির যুবকদের উসকে এক ধরনের হিংসার বাতাবরণ তৈরি করছে। এই কারণে সরকার রিট-পরীক্ষা লেভেল-২ বাতিল করেছে।

গেহলট বলেন, হরিয়ানায় পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্নপত্র, মধ্যপ্রদেশে SDO, RAEO এবং নার্স নিয়োগ পরীক্ষা, UP-এ দারোগা নিয়োগ, UPPCL নিয়োগ, UP নিম্ন অধীনস্থ পরীক্ষা, গ্রাম উন্নয়ন আধিকারিক, UP PAT, UP TET পরীক্ষা, UGC NET 2020 কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, এসএসসি-সিজিএল নিয়োগ, সেনাবাহিনীতে সাধারণ দায়িত্ব নিয়োগ ইত্যাদির প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং সমস্ত পরীক্ষা বাতিল করতে হয়েছিল। কিন্তু এই ঘটনায় শুধুমাত্র সেখানকার সংস্থাগুলি রাজ্যগুলিতে প্রশ্ন ফাঁসের তদন্ত করেছে। আমার বিজেপির কাছে প্রশ্ন কেন পেপার ফাঁসের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করানো হল না?

উল্লেখ্য, রিট (রাজস্থান এলিজিবিটি এক্সামিন ফর টিচার্স) পরীক্ষা হয়েছিল ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। এদিকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই বিজেপি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলে। সেই সঙ্গে এই ঘটনায় কয়েকজন মন্ত্রী ও আমলাদের জড়িত থাকার অভিযোগও তোলে বিজেপি। ঘটনায় তদন্ত নামে রাজস্থান পুলিশের স্পেশাল টিম। এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি রিট-২০২১ লেভেল -২ বাতিল করে রাজস্থান সরকার। গেহলট বলেছেন, গুজরাটে ১৩ ফেব্রুয়ারি প্রস্তাবিত নন-সচিব ক্লার্ক পরীক্ষা আজ স্থগিত করা হয়েছে। এই নিয়ে গত চার বছরে তিনবার এই পরীক্ষা বাতিল হল।