০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা শেতলাবাদের এবার বিজেপির রক্তচক্ষুর সামনে মেধা পাটেকর ! সমাজকর্মীর নামে মামলা দায়ের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক:  তিস্তা শেতলাবাদের পর এবার বিজেপির রক্তচক্ষুর সামনে পড়লেন সামাজিক কর্মী ও ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের প্রতিষ্ঠাতা মেধা পাটেকর। সমাজকর্মী মেধা পাটেকর সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ। আদিবাসী শিশুদের শিক্ষার নামে সংগৃহীত প্রায় ১৩ কোটি টাকা অপব্যবহারের অভিযোগে মেধার নামে এই মামলা দায়ের হয়েছে। এছাড়াও অভিযোগ উঠেছে, নবনির্মাণ অভিযান ট্রাস্টের নাম করে যে অর্থ সংগৃহীত অর্থ সংগ্রহ করা হয় তা দেশবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেধা পাটেকর।

মেধা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা। অভিযোগকারী অভিযোগকারী ক্ষমতাসীন বিজেপির আদর্শগত পরামর্শদাতা আরএসএস-এর ছাত্র শাখার সদস্য।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর, বারওয়ানি জেলায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারার অধীনে দায়ের করা হয়েছিল। মেধা পাটকর নর্মদা নবনির্মাণ অভিযান ট্রাস্টের ট্রাস্টি।

আরও পড়ুন: শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

প্রীতম রাজ বডোলে নামে একজন অভিযোগকারী এফআইআর নথিভুক্ত করেছেন যে অভিযোগ করেছেন যে মেধা পাটকর নিজেকে একজন সমাজকর্মী হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আদিবাসী শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষা প্রদানের জন্য করে থাকেন, পাশাপাশি শিক্ষাগত উদ্দেশ্যে আবাসিক বাসস্থানের স্কুলও প্রদান করেন।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

মেধা পাটেকর জানিয়েছেন, পুলিশের কাছ থেকে কোনও অফিসিয়াল নোটিশ পাননি, তবে প্রতিটি অভিযোগের জবাব দিতে তিনি প্রস্তুত আছেন।

জানা গেছে, অভিযোগকারীর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সঙ্গে সংযোগ রয়েছে যা বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শগত পরামর্শদাতার ছাত্র শাখা।

মেধা আরও জানিয়েছেন, তাদের কাছে আর্থিক অবস্থা সম্পর্কিত প্রতিটি প্রশ্নের জন্য অডিট রিপোর্ট রয়েছে।

মেধা আরও জানিয়েছেন, এর আগে দিল্লির রাজ্যপাল তাঁদের বিরুদ্ধে বিদেশি টাকা নেওয়ার অভিযোগে মামলা করেও জিততে পারেননি। তাঁরা কখনওই বিদেশ থেকে আর্থিক সাহায্য নেননি। তারা গরীব আদিবাসী শিশুদের কল্যাণেই টাকা ব্যয় করে থাকেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিস্তা শেতলাবাদের এবার বিজেপির রক্তচক্ষুর সামনে মেধা পাটেকর ! সমাজকর্মীর নামে মামলা দায়ের

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  তিস্তা শেতলাবাদের পর এবার বিজেপির রক্তচক্ষুর সামনে পড়লেন সামাজিক কর্মী ও ‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের প্রতিষ্ঠাতা মেধা পাটেকর। সমাজকর্মী মেধা পাটেকর সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মধ্যপ্রদেশ পুলিশ। আদিবাসী শিশুদের শিক্ষার নামে সংগৃহীত প্রায় ১৩ কোটি টাকা অপব্যবহারের অভিযোগে মেধার নামে এই মামলা দায়ের হয়েছে। এছাড়াও অভিযোগ উঠেছে, নবনির্মাণ অভিযান ট্রাস্টের নাম করে যে অর্থ সংগৃহীত অর্থ সংগ্রহ করা হয় তা দেশবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হচ্ছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মেধা পাটেকর।

মেধা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা। অভিযোগকারী অভিযোগকারী ক্ষমতাসীন বিজেপির আদর্শগত পরামর্শদাতা আরএসএস-এর ছাত্র শাখার সদস্য।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর, বারওয়ানি জেলায় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারার অধীনে দায়ের করা হয়েছিল। মেধা পাটকর নর্মদা নবনির্মাণ অভিযান ট্রাস্টের ট্রাস্টি।

আরও পড়ুন: শাহের ‘মাথা’ কেটে টেবিলে রাখা উচিত, Mahua Moitra-র বিরুদ্ধে দায়ের FIR

প্রীতম রাজ বডোলে নামে একজন অভিযোগকারী এফআইআর নথিভুক্ত করেছেন যে অভিযোগ করেছেন যে মেধা পাটকর নিজেকে একজন সমাজকর্মী হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের আদিবাসী শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষা প্রদানের জন্য করে থাকেন, পাশাপাশি শিক্ষাগত উদ্দেশ্যে আবাসিক বাসস্থানের স্কুলও প্রদান করেন।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

মেধা পাটেকর জানিয়েছেন, পুলিশের কাছ থেকে কোনও অফিসিয়াল নোটিশ পাননি, তবে প্রতিটি অভিযোগের জবাব দিতে তিনি প্রস্তুত আছেন।

জানা গেছে, অভিযোগকারীর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সঙ্গে সংযোগ রয়েছে যা বিজেপির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শগত পরামর্শদাতার ছাত্র শাখা।

মেধা আরও জানিয়েছেন, তাদের কাছে আর্থিক অবস্থা সম্পর্কিত প্রতিটি প্রশ্নের জন্য অডিট রিপোর্ট রয়েছে।

মেধা আরও জানিয়েছেন, এর আগে দিল্লির রাজ্যপাল তাঁদের বিরুদ্ধে বিদেশি টাকা নেওয়ার অভিযোগে মামলা করেও জিততে পারেননি। তাঁরা কখনওই বিদেশ থেকে আর্থিক সাহায্য নেননি। তারা গরীব আদিবাসী শিশুদের কল্যাণেই টাকা ব্যয় করে থাকেন।