০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৭৫টি ডিজিটাল ব্যাঙ্কের উদ্বোধন মোদির

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার
  • / 103

পুবের কলম ওয়েব ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রবিবার দেশের বিভিন্ন জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করেছেন। এতে ডিজিটাল ইন্ডিয়ার পথে দেশ আরও এককদম এগোলো বলে মনে করা হচ্ছে। এর ফলে বহু দরিদ্র মানুষের দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে যাবে বলে জানান প্রধানমন্ত্রী মোদি।

মানুষ আরও বেশি বেশি ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। এতে দেশের উন্নয়ন নয়া মোড় নেবে। মানুষ কোনও কাগজকলম ছাড়াই এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। তারা ডিজিটালি সাক্ষর হয়ে উঠবেন বলে তিনি জানান। ২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেটের অঙ্গ হিসেবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপনের কথা ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রত্যেক প্রান্তে যাতে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা সুনিশ্চিত করতে এই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট গড়ে তোলা হচ্ছে। ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক এবং ছোট বাণিজ্যিক ব্যাঙ্ক এর মধ্যে রয়েছে। ২টি ইউনিট রয়েছে জম্মু-কাশ্মীরে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট ইট-পাথরে নির্মিত কেন্দ্র যা সেভিংস অ্যাকাউন্ট, ব্যালান্স-চেক, পাসবুক প্রিন্টিং, ফান্ড ট্রান্সফার ও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ, ঋণের জন্য আবেদন, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদন-সহ সাধারণ গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধা প্রদান করবে। ব্যাঙ্কিং সিস্টেম ও তাতে স্বচ্ছতা আনার জন্য তার সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে মোদি এ দিন মন্তব্য করেন। তবে এই ডিজিটাল ব্যাঙ্কিংয়ে বহুজাতিক কোম্পানি ও ডিজিটাল দুনিয়ায় লগ্নিকারী বড় বড় শিল্পপতিরা বেশি সুবিধা পাবেন। সাধারণ মানুষের চেয়ে মোদির ধনকুবের বন্ধুরাই এর সুবিধাভোগ করবেন বলে বিরোধী শিবিরের অভিযোগ।

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭৫টি ডিজিটাল ব্যাঙ্কের উদ্বোধন মোদির

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রবিবার দেশের বিভিন্ন জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটের উদ্বোধন করেছেন। এতে ডিজিটাল ইন্ডিয়ার পথে দেশ আরও এককদম এগোলো বলে মনে করা হচ্ছে। এর ফলে বহু দরিদ্র মানুষের দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে যাবে বলে জানান প্রধানমন্ত্রী মোদি।

মানুষ আরও বেশি বেশি ব্যাঙ্কিং পরিষেবা পাবেন। এতে দেশের উন্নয়ন নয়া মোড় নেবে। মানুষ কোনও কাগজকলম ছাড়াই এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। তারা ডিজিটালি সাক্ষর হয়ে উঠবেন বলে তিনি জানান। ২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেটের অঙ্গ হিসেবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপনের কথা ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রত্যেক প্রান্তে যাতে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা সুনিশ্চিত করতে এই ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট গড়ে তোলা হচ্ছে। ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ১২টি বেসরকারি ব্যাঙ্ক এবং ছোট বাণিজ্যিক ব্যাঙ্ক এর মধ্যে রয়েছে। ২টি ইউনিট রয়েছে জম্মু-কাশ্মীরে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট ইট-পাথরে নির্মিত কেন্দ্র যা সেভিংস অ্যাকাউন্ট, ব্যালান্স-চেক, পাসবুক প্রিন্টিং, ফান্ড ট্রান্সফার ও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ, ঋণের জন্য আবেদন, ডেবিট ও ক্রেডিট কার্ডের আবেদন-সহ সাধারণ গ্রাহকদের ডিজিটাল ব্যাঙ্কিং সুবিধা প্রদান করবে। ব্যাঙ্কিং সিস্টেম ও তাতে স্বচ্ছতা আনার জন্য তার সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে মোদি এ দিন মন্তব্য করেন। তবে এই ডিজিটাল ব্যাঙ্কিংয়ে বহুজাতিক কোম্পানি ও ডিজিটাল দুনিয়ায় লগ্নিকারী বড় বড় শিল্পপতিরা বেশি সুবিধা পাবেন। সাধারণ মানুষের চেয়ে মোদির ধনকুবের বন্ধুরাই এর সুবিধাভোগ করবেন বলে বিরোধী শিবিরের অভিযোগ।

আরও পড়ুন: মোদি আসলেই ট্রাম্পকে ভয় পান: মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সুর চড়ালেন রাহুল

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল