০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২৯ বছর পর লেবাননে কলেরা, সতর্কবার্তা হু এর

ইমামা খাতুন
  • আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার
  • / 53

পুবের কলম ওয়েব ডেস্ক: করোনা মহামারীর গ্রাস থেকে এখন অনেকটাই মুক্ত আমাদের পৃথিবী৷ তবে বিপদ যেন পদে পদে লেগেই আছে।

তারমধ্যে কয়েকদিন করোনার মাঝেই চোখ রাঙাচ্ছিল ম্যাঙ্কিপক্স৷ তার সঙ্গে এবার মথাচাড়া দিয়ে উঠেছে কলেরার আতঙ্ক৷ পৃথিবীর নানা দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে।

আরও পড়ুন: কলকাতায় কলেরায় আক্রান্ত ২৬ বছরের যুবক, ভর্তি হাসপাতালে

উল্লেখ্য, ১৯৯৩ সালের পর এই বছর লেবাননে প্রথম কলেরা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে কলেরায় ছেয়ে গিয়েছে লেবাননের যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া৷ সেদেশে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩০ জন কলেরা আক্রান্ত রোগীর৷ আরও একটি হিংসাকবলিত দেশ হাইতিকেও গ্রাস করেছে কলেরা৷

আরও পড়ুন: বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?

এদিকে জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দুষণকেই সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন।

আরও পড়ুন: ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা এমন পরিস্থিতির জন্য দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকে দায়ী করছেন, যা দেশটির নাগরিকদের দরিদ্র করেছে এবং বাজে স্যানিটেশন অবকাঠামোতে নিয়ে গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৯ বছর পর লেবাননে কলেরা, সতর্কবার্তা হু এর

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: করোনা মহামারীর গ্রাস থেকে এখন অনেকটাই মুক্ত আমাদের পৃথিবী৷ তবে বিপদ যেন পদে পদে লেগেই আছে।

তারমধ্যে কয়েকদিন করোনার মাঝেই চোখ রাঙাচ্ছিল ম্যাঙ্কিপক্স৷ তার সঙ্গে এবার মথাচাড়া দিয়ে উঠেছে কলেরার আতঙ্ক৷ পৃথিবীর নানা দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে।

আরও পড়ুন: কলকাতায় কলেরায় আক্রান্ত ২৬ বছরের যুবক, ভর্তি হাসপাতালে

উল্লেখ্য, ১৯৯৩ সালের পর এই বছর লেবাননে প্রথম কলেরা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে কলেরায় ছেয়ে গিয়েছে লেবাননের যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া৷ সেদেশে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩০ জন কলেরা আক্রান্ত রোগীর৷ আরও একটি হিংসাকবলিত দেশ হাইতিকেও গ্রাস করেছে কলেরা৷

আরও পড়ুন: বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?

এদিকে জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দুষণকেই সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন।

আরও পড়ুন: ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা এমন পরিস্থিতির জন্য দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটকে দায়ী করছেন, যা দেশটির নাগরিকদের দরিদ্র করেছে এবং বাজে স্যানিটেশন অবকাঠামোতে নিয়ে গেছে।