০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফিরে আসছে কলেরা, সতর্কতা জারি ‘হু’-র

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 89

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে আবারও বাড়ছে কলেরা সংক্রমণ। এ ব্যাপারে মানুষকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন, এরমধ্যেই পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। বিজ্ঞানীরা এই সংক্রমণের হঠাৎ বৃদ্ধির জন্য প্রধানত দায়ী করছেন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংকে।

 

আরও পড়ুন: কলকাতায় কলেরায় আক্রান্ত ২৬ বছরের যুবক, ভর্তি হাসপাতালে

তারা বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি সাইক্লোনের প্রভাবে খাবার ও পানি দূষণের মাত্রা বেড়েছে। এই দূষিত খাবার খেয়ে এবং দূষিত পানি পান করে কলেরায় আক্রান্ত হচ্ছে লোকজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এমনই জানিয়েছেন।  বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক সময়ে যে হারে কলেরা সংক্রমণ বেড়েছে, অতীতে এমনটা খুব বেশি দেখা যায়নি। এর পেছনে বিশ্ব উষ্ণায়নের বড় ভূমিকা আছে। জানা গেছে, এখনও পর্যন্ত ৩০টিরও বেশি দেশে এই সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?

 

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

এরমধ্যে বেশির ভাগ দেশই আফ্রিকার। তবে পাকিস্তানসহ এশিয়ার বেশকিছু দেশও এই তালিকায় রয়েছে। ভারতেও খুব দ্রুত এই জীবাণুর সংক্রমণ বাড়তে পারে বলছে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, এই সংক্রমণ থামানোর প্রধান উপায় কলেরার টিকা নেওয়া। আগে এটি নিয়মিত দেওয়া হলেও কোভিডের সময়ে অনেক দেশেই কলেরার টিকা দেওয়ার হার ব্যাপকহারে কমে গেছে। পাশাপাশি কলেরার টিকা উৎপাদনের হারও কমে গেছে। এই সুযোগেই কলেরা সংক্রমণের মাত্রা বাড়ছে। টিকা দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞরা দূষিত খাবার ও পানি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিরে আসছে কলেরা, সতর্কতা জারি ‘হু’-র

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে আবারও বাড়ছে কলেরা সংক্রমণ। এ ব্যাপারে মানুষকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন, এরমধ্যেই পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করেছে। বিজ্ঞানীরা এই সংক্রমণের হঠাৎ বৃদ্ধির জন্য প্রধানত দায়ী করছেন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংকে।

 

আরও পড়ুন: কলকাতায় কলেরায় আক্রান্ত ২৬ বছরের যুবক, ভর্তি হাসপাতালে

তারা বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি সাইক্লোনের প্রভাবে খাবার ও পানি দূষণের মাত্রা বেড়েছে। এই দূষিত খাবার খেয়ে এবং দূষিত পানি পান করে কলেরায় আক্রান্ত হচ্ছে লোকজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এমনই জানিয়েছেন।  বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক সময়ে যে হারে কলেরা সংক্রমণ বেড়েছে, অতীতে এমনটা খুব বেশি দেখা যায়নি। এর পেছনে বিশ্ব উষ্ণায়নের বড় ভূমিকা আছে। জানা গেছে, এখনও পর্যন্ত ৩০টিরও বেশি দেশে এই সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে সন্তান জন্মানোর হার হু-হু করে কমছে, কারণটা কী?

 

আরও পড়ুন: আজও তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

এরমধ্যে বেশির ভাগ দেশই আফ্রিকার। তবে পাকিস্তানসহ এশিয়ার বেশকিছু দেশও এই তালিকায় রয়েছে। ভারতেও খুব দ্রুত এই জীবাণুর সংক্রমণ বাড়তে পারে বলছে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, এই সংক্রমণ থামানোর প্রধান উপায় কলেরার টিকা নেওয়া। আগে এটি নিয়মিত দেওয়া হলেও কোভিডের সময়ে অনেক দেশেই কলেরার টিকা দেওয়ার হার ব্যাপকহারে কমে গেছে। পাশাপাশি কলেরার টিকা উৎপাদনের হারও কমে গেছে। এই সুযোগেই কলেরা সংক্রমণের মাত্রা বাড়ছে। টিকা দেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞরা দূষিত খাবার ও পানি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।