তুরস্ক সফরে যাচ্ছেন রাইসি

- আপডেট : ১০ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 12
পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথমবারের মতো তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরই পাশাপাশি তিনি সিরিয়ায়ও সফর করবেন। ২ বছর আগে দায়িত্ব নেওয়ার পর রাইসি তুরস্ক সফরের পরিকল্পনা করেছিলেন। এতদিন তা না হলেও এবার তার বাস্তবায়ন হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরানের প্রেসিডেন্ট আগামী কয়েক সপ্তাহের মধ্যে আঙ্কারা সফর করবেন। বিশেষ কারণে আগের পরিকল্পনাটি স্থগিত করা হয়েছিল। সফর নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। শীঘ্রই সফরটি অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সফরের বিষয়টি নিয়ে দু’পক্ষই ইতিবাচক। এই সফরে সিরিয়া, আফগানিস্তান, ককেশাস এবং সন্ত্রাসী হুমকির বিষয়ে দুই দেশের শীর্ষ নেতার আলোচনা হতে পারে। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে ২২তম সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে এরদোগান ও রাইসি বৈঠক করেছিলেন। এর আগে ২০২২ সালের জুলাই মাসে তেহরান সফর করেছিলেন এরদোগান। রাইসির সফরে উভয়পক্ষের মধ্যে আগের সমঝোতাগুলোর পর্যালোচনা করা হবে। চুক্তি বাস্তবায়নের বিষয়ে জোর দেওয়া হবে।