মরদেহের সঙ্গে ‘যৌনক্রিয়া’ ভারতীয় আইনে অপরাধ নয়’, মর্গে সিসিটিভি বসানোর নির্দেশ: কর্নাটক হাইকোর্ট

- আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি ও বেসরকারি হাসপাতালের মর্গগুলিতে এবার থেকে সিসিটিভি বসানোর নির্দেশ কর্নাটক হাইকোর্টের। আগামী ৬ মাসের মধ্যেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে কর্নাটক সরকারকে। মর্গগুলিতে মৃত নারী শরীরের সঙ্গে যৌনক্রিয়ার (নেক্রোফিলিয়া) অপরাধ রুখতে এই রায় দিয়েছে হাইকোর্ট।
হত্যা এবং নেক্রোফিলিয়ার একটি মামলার শুনানি চলাকালীন কর্নাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে আদালতের পর্যবেক্ষণে সরকারি এবং বেসরকারি হাসপাতালে মহিলাদের মৃতদেহের সঙ্গে আপত্তিকর ঘনিষ্ঠতার অভিযোগ এসেছে। মৃতদেহগুলি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত পরিচারক মৃতদেহের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়। কর্নাটক হাইকোর্ট মামলার শুনানিতে বলে, মৃতদেহের সম্মান, মর্যাদা বজায় রাখার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
বিচারপতি বি বীরাপ্পা ও বিচারপতি বেঙ্কটেশ নায়েকের ডিভিশন বেঞ্চ বলে, এটি দুর্ভাগ্য যে ভারতে নেক্রোফিলিয়ার বিষয় কোনও আইন নেই। এই অপরাধ প্রতিরোধে কেন্দ্রকে নতুন আইন প্রণয়নে আহ্বান জানানো হয়েছে। আদালত ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার আইনের কথা উল্লেখ করে বলে, ওই সব দেশে নেক্রোফিলিয়া একটি অপরাধ। কিন্তু ভারতে এটা অপরাধ নয়। হাইকোর্টের যুক্তি, মরদেহের সঙ্গে ‘আপত্তিজনক ঘনিষ্ঠতা’ ভারতীয় সংবিধানে অপরাধ নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়নি।
কর্নাটক হাইকোর্টের পর্যবেক্ষণ, মরদেহের উপর যৌন নিপীড়নকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা (অস্বাভাবিক যৌনাচার) দিয়ে ব্যাখ্যা করা যায় না। কারণ, এ নিয়ে আইনে নির্দিষ্ট করে কিছু বলা নেই। তাই বিষয়টি কেন্দ্রীয় সরকারকে চিন্তাভাবনার পরামর্শ দিয়ে কর্নাটক সরকারকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ওই রাজ্যের হাইকোর্ট।
উপরিউক্ত নির্দেশের পাশাপাশি হাইকোর্ট বলেছে, মৃতদেহ যথাযথভাবে সংরক্ষিত রাখতে মর্গগুলিকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিটি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে বিশেষ করে এইচআইভি এবং আত্মহত্যার ঘটনায় মৃত দেহগুলির ক্লিনিকাল রেকর্ডের গোপনীয়তা বজায় রাখা সহ মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত তথ্য রক্ষা করার জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে। ময়নাতদন্তের ঘর সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থাকবে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির কর্মীদের মৃতদেহগুলি দেখভালের দায়িত্বে থাকা পরিচারকদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে।