পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা। বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা এক তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজার পদে কর্মরত। রাজস্থানের উদয়পুরের ঘটনা। ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি সংস্থার তিন উচ্চপদস্থ কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি আইটি কোম্পানির এক কর্মীর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মহিলা। পার্টি শেষ হতে হতে রাত হয়ে যায়। ওই সুযোগেই মহিলাকে বাড়ি নামিয়ে দেওয়ার প্রুতিশ্রুতি দিয়ে গাড়িতে তোলা হয়। অভিযোগ, তারপরই মহিলাকে গণধর্ষণ করা হয়। মহিলা জানিয়েছেন, রাস্তায় সিগারেটের মত কিছু কেনা হয়। সেটা তাঁকে দেওয়ার পরেই তিনি অজ্ঞান হয়ে যান। চলন্ত গাড়িতে যুবতীকে গণধর্ষণ করা হয়।
ঘটনার পর মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ওই গাড়িতে থাকা ড্যাশক্যামের অডিও এবং ভিডিও রেকর্ডিংও পরীক্ষা করছে তদন্তকারীরা। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে, পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। কোম্পানির সিইও জয়েশ, সহ-অভিযুক্ত গৌরব এবং তাঁর স্ত্রী শিল্পা। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”




























