বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

- আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 68
পুবের কলম, ওয়েবডেস্কঃ বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। চলতি মাসেই ঢাকা পৌছবে আফগানিস্তান ক্রিকেট দল। চলতি ফেব্রুয়ারি এবং মার্চ মাস মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।
তবে এই সীমিত ওভারের সিরিজে দর্শক প্রবেশের অনুমতি থাকবে কিনা তা জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১২ ফেব্রুয়ারি থেকে সিলেটে অনুশীলন করবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর তারা চলে যাবে চট্টগ্রাম। সেখানেই ওয়ানডে সিরিজের সব ক’টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর দুই দল ফিরে আসবে ঢাকায়। সেখানে ৩ এবং ৫ তারিখে দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।