০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের লকডাউন চিনে, মানা হচ্ছে Zero COVID Policy

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 127

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার উৎসস্থল চিনের উহান বলেই ধারণা বিশ্ববাসীর। করোনার প্রথম ঢেউয়ের সময়ে একলাফে বাড়তে থাকে, সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এর পরেই বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই পিছু ছাড়ছে না লকডাউনের আতঙ্ক। গোটা বিশ্বেই যেখানে  ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। সেখানেই এখনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলেই লকডাউনের নীতি অনুসরণ করছে চিন।  দেশের গুয়াংশি অঞ্চলের বাইস শহরের বাসিন্দার সংখ্যা ৩৫ লক্ষ, বিগত তিনদিনে ৭০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ফলে গোটা শহরেই লকডাউন জারি করল চিনের প্রশাসন।

চিনই একমাত্র দেশ, যেখানে এখনও ‘জিরো কোভিড’ নীতি (Zero COVID Policy) অনুসরণ করা হচ্ছে। অল্প কিছু মানুষের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিলেই গোটা শহরেই লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

রবিবার দক্ষিণ গুয়াংজি অঞ্চলের বাইসে শহরের স্থানীয় এক কর্মকর্তা বলেন, স্থানীয়রা বাড়িতেই থাকবে। কোনও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এই সময় কোনও ব্যক্তিকে শহর ছেড়ে বাইরে যেতে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

ভাইস-মেয়র গু জুনিয়ান জানান, শহরগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। বাইরের কোনও লোক এখন শহরে প্রবেশ করতে পারবে না। যে সব কর্মীরা বাড়ির বাইরে বেরোচ্ছে তাঁদের বিরুদ্ধে কঠোর কোভিড ব্যবস্থা নেওয়া হবে। কোনও প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাওয়া যাবে না।

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের লকডাউন চিনে, মানা হচ্ছে Zero COVID Policy

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনার উৎসস্থল চিনের উহান বলেই ধারণা বিশ্ববাসীর। করোনার প্রথম ঢেউয়ের সময়ে একলাফে বাড়তে থাকে, সংক্রমণ ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এর পরেই বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। কিছুতেই পিছু ছাড়ছে না লকডাউনের আতঙ্ক। গোটা বিশ্বেই যেখানে  ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। সেখানেই এখনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলেই লকডাউনের নীতি অনুসরণ করছে চিন।  দেশের গুয়াংশি অঞ্চলের বাইস শহরের বাসিন্দার সংখ্যা ৩৫ লক্ষ, বিগত তিনদিনে ৭০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ফলে গোটা শহরেই লকডাউন জারি করল চিনের প্রশাসন।

চিনই একমাত্র দেশ, যেখানে এখনও ‘জিরো কোভিড’ নীতি (Zero COVID Policy) অনুসরণ করা হচ্ছে। অল্প কিছু মানুষের মধ্যে করোনা সংক্রমণ দেখা দিলেই গোটা শহরেই লকডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

রবিবার দক্ষিণ গুয়াংজি অঞ্চলের বাইসে শহরের স্থানীয় এক কর্মকর্তা বলেন, স্থানীয়রা বাড়িতেই থাকবে। কোনও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এই সময় কোনও ব্যক্তিকে শহর ছেড়ে বাইরে যেতে যেতে দেওয়া হবে না।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

ভাইস-মেয়র গু জুনিয়ান জানান, শহরগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। বাইরের কোনও লোক এখন শহরে প্রবেশ করতে পারবে না। যে সব কর্মীরা বাড়ির বাইরে বেরোচ্ছে তাঁদের বিরুদ্ধে কঠোর কোভিড ব্যবস্থা নেওয়া হবে। কোনও প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাওয়া যাবে না।

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন