১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের ‘দুই ভারত’ তত্ত্বে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 86

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের দুই ভারত তত্ত্বে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, প্রধানমন্ত্রী দুটি ভারত তৈরি করেছেন। একদিকে রয়েছে ধনী আর অপরদিকে রয়েছে গরিব। সেই ধনী ভারতের তালিকায় রয়েছেন একশ্রেণির কোটিপতি, বড়লোক আর আমলারা। যাদের হাতে আছে ক্ষমতা আর প্রচুর অর্থ। আর অন্যদিকে দ্বিতীয় ভারত তৈরি হয়েছে কিছু সাধারণ দরিদ্র মানুষকে নিয়ে। আর দেশের সম্পদ চলে যাচ্ছে সেই সব ধনী মানুষের হাতে।

গুজরাতে বিধানসভা নির্বাচনে উপজাতি অধ্যুষিত দাহোদ জেলায় ‘আদিবাসী সত্যগ্রহ র‍্যালি’তে অংশ নিয়ে ভোটের প্রচার চলাকালীন ফের আরও একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই ভারত তত্ত্বে একই ভাবে সরব হলেন রাহুল। সেইসঙ্গে প্রচার চলাকালীন কংগ্রেস নেতা বলেন, এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

র‍্যালিতে অংশ নিয়ে একের পর এক ক্ষোভ উগরে দিয়ে রাহুল বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদিজি দেশের প্রধানমন্ত্রী হন। তার আগে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন গুজরাত মডেল বানিয়ে রাজ্যে যে কাজ তিনি শুরু করেছিলেন, এখন সেই কাজই তিনি দেশে করছেন। বর্তমানে ভারতকে দুভাগে বিভক্ত করেছে কেন্দ্র সরকার। কংগ্রেস দল এই দুভাগে বিভক্ত ভারতকে চায় না। বিজেপি মডেলর দিকে আঙুল তুলে রাহুল বলেন, ‘বিজেপি মডেল’ মানেই হল গরিবের সম্পদ কেড়ে নিয়ে তা অপর একজনকে দিয়ে দেওয়া।

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে

রাহুল এদিন বলেন, বিজেপি সরকার আদিবাসীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই সরকার কিছুই দেবে না, কিন্তু কেড়ে নেবে সব কিছুই। আদিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দরকারে নিজেদের অধিকার কেড়ে নিতে হবে।

আরও পড়ুন: রাজ্যে রাজ্যে ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্র, রাজনৈতিক তরজা শুরু

রাহুল প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন, আদিবাসীরা নিজেদের শ্রমের বিনিময়ে গুজরাতে রাস্তা, সেতু, আবাসন তৈরি করেছে। আপনি তার বদলে তাদের কি দিয়েছেন? এই সব মানুষগুলো আজও বঞ্চিত। না পেয়েছে ভালো স্বাস্থ্য পরিষেবা, না শিক্ষা।

কংগ্রেস নেতা করোনা মহামারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বলেন, যখন গুজরাতে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত তখন দেশ থেকে করোনা তাড়াতে বাড়ির বারান্দা থেকে থালা, বাসন বাজানো থেকে মোবাইল লাইট জ্বালানো অনেক কিছুই করতে বলা হয়েছিল। করোনার কারণে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ মারা গেছে। করোনায় গঙ্গায় নদীতে দেহ ভাসিয়ে দেওয়ার ঘটনাও এই দেশে ঘটেছে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ‘দুই ভারত’ তত্ত্বে কেন্দ্রকে বিঁধলেন রাহুল

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ফের দুই ভারত তত্ত্বে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, প্রধানমন্ত্রী দুটি ভারত তৈরি করেছেন। একদিকে রয়েছে ধনী আর অপরদিকে রয়েছে গরিব। সেই ধনী ভারতের তালিকায় রয়েছেন একশ্রেণির কোটিপতি, বড়লোক আর আমলারা। যাদের হাতে আছে ক্ষমতা আর প্রচুর অর্থ। আর অন্যদিকে দ্বিতীয় ভারত তৈরি হয়েছে কিছু সাধারণ দরিদ্র মানুষকে নিয়ে। আর দেশের সম্পদ চলে যাচ্ছে সেই সব ধনী মানুষের হাতে।

গুজরাতে বিধানসভা নির্বাচনে উপজাতি অধ্যুষিত দাহোদ জেলায় ‘আদিবাসী সত্যগ্রহ র‍্যালি’তে অংশ নিয়ে ভোটের প্রচার চলাকালীন ফের আরও একবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুই ভারত তত্ত্বে একই ভাবে সরব হলেন রাহুল। সেইসঙ্গে প্রচার চলাকালীন কংগ্রেস নেতা বলেন, এই রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

আরও পড়ুন: জিএসটি কাঠামোয় বদল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত মিত্র

র‍্যালিতে অংশ নিয়ে একের পর এক ক্ষোভ উগরে দিয়ে রাহুল বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদিজি দেশের প্রধানমন্ত্রী হন। তার আগে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন গুজরাত মডেল বানিয়ে রাজ্যে যে কাজ তিনি শুরু করেছিলেন, এখন সেই কাজই তিনি দেশে করছেন। বর্তমানে ভারতকে দুভাগে বিভক্ত করেছে কেন্দ্র সরকার। কংগ্রেস দল এই দুভাগে বিভক্ত ভারতকে চায় না। বিজেপি মডেলর দিকে আঙুল তুলে রাহুল বলেন, ‘বিজেপি মডেল’ মানেই হল গরিবের সম্পদ কেড়ে নিয়ে তা অপর একজনকে দিয়ে দেওয়া।

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে

রাহুল এদিন বলেন, বিজেপি সরকার আদিবাসীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই সরকার কিছুই দেবে না, কিন্তু কেড়ে নেবে সব কিছুই। আদিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দরকারে নিজেদের অধিকার কেড়ে নিতে হবে।

আরও পড়ুন: রাজ্যে রাজ্যে ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্র, রাজনৈতিক তরজা শুরু

রাহুল প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন, আদিবাসীরা নিজেদের শ্রমের বিনিময়ে গুজরাতে রাস্তা, সেতু, আবাসন তৈরি করেছে। আপনি তার বদলে তাদের কি দিয়েছেন? এই সব মানুষগুলো আজও বঞ্চিত। না পেয়েছে ভালো স্বাস্থ্য পরিষেবা, না শিক্ষা।

কংগ্রেস নেতা করোনা মহামারি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বলেন, যখন গুজরাতে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত তখন দেশ থেকে করোনা তাড়াতে বাড়ির বারান্দা থেকে থালা, বাসন বাজানো থেকে মোবাইল লাইট জ্বালানো অনেক কিছুই করতে বলা হয়েছিল। করোনার কারণে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ মারা গেছে। করোনায় গঙ্গায় নদীতে দেহ ভাসিয়ে দেওয়ার ঘটনাও এই দেশে ঘটেছে।