রানওয়ে থেকে ওড়ার পরেই হঠাৎ বাঁ দিকে বাঁক! কী ভাবে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান?

- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 284
পুবের কলম ওয়েবডেস্ক: রানওয়ে থেকে ওড়ার পরেই হঠাৎ ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া বিমাব। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ বিমানটি ভেঙে পড়ে। গুজরাতে অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি। স্যাটেলাইট ছবিতে বিমান দুর্ঘটনা ফুটে উঠেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল ডেস্ক।
স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, বিমানটি ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে আসে। উড়তে শুরু করার পর হঠাৎই বিমানটি বাঁ দিকে বাঁকতে শুরু করে। এর পরেই সেটির পিছনের দিকটি নীচের দিকে নেমে যায়। বিমানবন্দরের সামনে একটি হস্টেলের উপর বিমানটি ভেঙে পড়ে।
আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান পরিষেবা বন্ধ রয়েছে। চলছে উদ্ধারকাজ। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। ফলে বেশি উচ্চতায় পৌঁছোতে পারেনি বিমানটি। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, “মেঘানিনগরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়।” ইতিমধ্যেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
LIVE VIDEO
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today#Ahmedabadplanecrash #london #planecrash #Ahmedabad #AirIndia pic.twitter.com/XFKVYVPf5k
— Vijaykumar Desai (@KumarVijayDesai) June 12, 2025