৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে বড় সিদ্ধান্ত নিলেন অমিতাভ, করবেন না পান মশলার বিজ্ঞাপন, ফেরালেন টাকা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্কঃ ৭৯-তে পা রাখলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। এই বয়সে এসেও তিনি যেন তরতাজা প্রাণোচ্ছল ‘যুবক’! জন্মদিনে নেটিজেনদের চমকে দিলেন বিগ বি।পানমশলার বিজ্ঞাপন করার জন্য এতদিন নেটিজেনরা বারবার ট্রোল করেছেন অমিতাভ বচ্চনকে।জন্মদিনে তারই জবাব কাজে দিলেন তিনি।নিজের সিদ্ধান্ত জানিয়ে সকলকে চমকে দিলেন তিনি।বহু দিন ধরে মশলা ব্র্যান্ডের হয়ে কাজ করে আসছেন তিনি। এবার থেকে আর সেই ব্র্যান্ডের মুখ হিসেবে দেখা যাবে না তাঁকে। অনেক দিন ধরেই এই বিজ্ঞাপন নিয়ে চর্চা চলছিল।এবারে বিগ বি-র বুঝিয়ে দিলেন তিনি অনুরাগীদের অনুরোধ রেখেছেন।

ন্যাশনাল অ্যান্টি-টোব্যাকো সংস্থার তরফ থেকেও সম্প্রতি অমিতাভের কাছে অনুরোধ জানানো হয়েছিল পান মশলার প্রচার না করতে। অমিতাভের টিমের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সকলকে জানানো হয়েছে, ‘বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়া শুরুর কয়েক দিন পরেই মিস্টার অমিতাভ বচ্চন ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবং গত সপ্তাহেই সেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ায়।’

কেন এই হঠাৎ সিদ্ধান্ত প্রসঙ্গে জানানো হয়েছে , অমিতাভ কনট্র্যাক্ট সাইন করার সময় জানতেন না এটা একটি সারোগেট অ্যাড (নিষিদ্ধ বস্তু যেমন মদ, সিগারেট, তামাক-জাত দ্রব্যের বিজ্ঞাপন)। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এই ব্যাপারে অমিতাভ ওই সংস্থার কাছে লিখিত আবেদন করেছেন। এবং প্রচারের জন্য নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছেন।’

অমিতাভের এক অনুরাগী সামাজিক মাধ্যম ফেসবুকে বিগ বি-কে ট্যাগ করে লেখেন, ‘হ্যালো স্যার!  আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে। আপনার কি প্রয়োজন পান মশলার বিজ্ঞাপন করার? তাহলে ছোট অভিনেতাদের সঙ্গে আপনার পার্থক্য কোথায়?’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জন্মদিনে বড় সিদ্ধান্ত নিলেন অমিতাভ, করবেন না পান মশলার বিজ্ঞাপন, ফেরালেন টাকা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ৭৯-তে পা রাখলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। এই বয়সে এসেও তিনি যেন তরতাজা প্রাণোচ্ছল ‘যুবক’! জন্মদিনে নেটিজেনদের চমকে দিলেন বিগ বি।পানমশলার বিজ্ঞাপন করার জন্য এতদিন নেটিজেনরা বারবার ট্রোল করেছেন অমিতাভ বচ্চনকে।জন্মদিনে তারই জবাব কাজে দিলেন তিনি।নিজের সিদ্ধান্ত জানিয়ে সকলকে চমকে দিলেন তিনি।বহু দিন ধরে মশলা ব্র্যান্ডের হয়ে কাজ করে আসছেন তিনি। এবার থেকে আর সেই ব্র্যান্ডের মুখ হিসেবে দেখা যাবে না তাঁকে। অনেক দিন ধরেই এই বিজ্ঞাপন নিয়ে চর্চা চলছিল।এবারে বিগ বি-র বুঝিয়ে দিলেন তিনি অনুরাগীদের অনুরোধ রেখেছেন।

ন্যাশনাল অ্যান্টি-টোব্যাকো সংস্থার তরফ থেকেও সম্প্রতি অমিতাভের কাছে অনুরোধ জানানো হয়েছিল পান মশলার প্রচার না করতে। অমিতাভের টিমের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে সকলকে জানানো হয়েছে, ‘বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়া শুরুর কয়েক দিন পরেই মিস্টার অমিতাভ বচ্চন ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবং গত সপ্তাহেই সেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ায়।’

কেন এই হঠাৎ সিদ্ধান্ত প্রসঙ্গে জানানো হয়েছে , অমিতাভ কনট্র্যাক্ট সাইন করার সময় জানতেন না এটা একটি সারোগেট অ্যাড (নিষিদ্ধ বস্তু যেমন মদ, সিগারেট, তামাক-জাত দ্রব্যের বিজ্ঞাপন)। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘এই ব্যাপারে অমিতাভ ওই সংস্থার কাছে লিখিত আবেদন করেছেন। এবং প্রচারের জন্য নেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিয়েছেন।’

অমিতাভের এক অনুরাগী সামাজিক মাধ্যম ফেসবুকে বিগ বি-কে ট্যাগ করে লেখেন, ‘হ্যালো স্যার!  আপনাকে আমার একটা প্রশ্ন করার আছে। আপনার কি প্রয়োজন পান মশলার বিজ্ঞাপন করার? তাহলে ছোট অভিনেতাদের সঙ্গে আপনার পার্থক্য কোথায়?’