০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু, পড়তে গিয়ে রহস্যমৃত্যু আপ নেতার কন্যার

চামেলি দাস
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু। কানাডায় পড়তে গিয়ে মৃত্যু। চারদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার উদ্ধার ছাত্রীর দেহ। ওই পড়ুয়ার আপ নেতার কন্যা ও পাঞ্জাবের বাসিন্দা। অটোয়ার ভারতীয় হাই কমিশন ছাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানায়, ‘অটোয়ায় ভারতীয় ছাত্রী বংশীকার মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আমরা বংশীকার পরিবারের সঙ্গে রয়েছি। সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’

আরও পড়ুন: Pahalgam terror attack: পর্যটকের জিপলাইনের ভিডিয়োতে বন্দি পহেলগাঁও হামলার ঘটনা, অপারেটরকে তলব এনআইএ-র

নিহত ছাত্রীর নাম বংশীকা। তাঁর বাবা দেবেন্দর সিং আম আদমি পার্টির  নেতা। পাঞ্জাবে স্কুলজীবন শেষে করে প্রায় আড়াই বছর আগে ডিপ্লোমা কোর্সের জন্য অটোয়ায় পাড়তে যান। অটোয়া পুলিশ সূত্রে খবর, গত ২৫ এপ্রিল আচমকাই নিখোঁজ হয়ে যান বংশীকা। নিজের ঘর থেকে বেরনোর পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর। এরপর পরিবারের সদস্যরা লাগাতার চেষ্টা করলেও তাঁকে ফোনে পাননি। বন্ধুরাও বহু জায়গায় খোঁজখবর করে হদিশ পাননি। এমনকী গুরুত্বপূর্ণ পরীক্ষা দেননি বংশীকা। এরপর অটোয়ার এক হিন্দুদের সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত নামে পুলিশ। নানা জায়গায় তল্লাশির পর সমুদ্রের তির থেকে বংশীকার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত জারি রেখেছে কানাডা পুলিশ।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের কানাডায় ভারতীয় ছাত্রীর মৃত্যু, পড়তে গিয়ে রহস্যমৃত্যু আপ নেতার কন্যার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু। কানাডায় পড়তে গিয়ে মৃত্যু। চারদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার উদ্ধার ছাত্রীর দেহ। ওই পড়ুয়ার আপ নেতার কন্যা ও পাঞ্জাবের বাসিন্দা। অটোয়ার ভারতীয় হাই কমিশন ছাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পড়ুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানায়, ‘অটোয়ায় ভারতীয় ছাত্রী বংশীকার মৃত্যুর খবর পেয়ে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। আমরা বংশীকার পরিবারের সঙ্গে রয়েছি। সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।’

আরও পড়ুন: Pahalgam terror attack: পর্যটকের জিপলাইনের ভিডিয়োতে বন্দি পহেলগাঁও হামলার ঘটনা, অপারেটরকে তলব এনআইএ-র

নিহত ছাত্রীর নাম বংশীকা। তাঁর বাবা দেবেন্দর সিং আম আদমি পার্টির  নেতা। পাঞ্জাবে স্কুলজীবন শেষে করে প্রায় আড়াই বছর আগে ডিপ্লোমা কোর্সের জন্য অটোয়ায় পাড়তে যান। অটোয়া পুলিশ সূত্রে খবর, গত ২৫ এপ্রিল আচমকাই নিখোঁজ হয়ে যান বংশীকা। নিজের ঘর থেকে বেরনোর পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি বলে খবর। এরপর পরিবারের সদস্যরা লাগাতার চেষ্টা করলেও তাঁকে ফোনে পাননি। বন্ধুরাও বহু জায়গায় খোঁজখবর করে হদিশ পাননি। এমনকী গুরুত্বপূর্ণ পরীক্ষা দেননি বংশীকা। এরপর অটোয়ার এক হিন্দুদের সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্ত নামে পুলিশ। নানা জায়গায় তল্লাশির পর সমুদ্রের তির থেকে বংশীকার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত জারি রেখেছে কানাডা পুলিশ।