উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলে আক্রান্ত অনেকে

- আপডেট : ৩ জুলাই ২০২২, রবিবার
- / 14
পূবের কলম ওয়েবডেস্ক: ফের দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ রোধ করতে চিকিৎসকরা মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। শুধু তাই নয় যাত্রীদের সচেতন করতে ফের রেল স্টেশন গুলোতে সতর্কবার্তা প্রচারও করছেন রেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর অনুযায়ী, গত কয়েকদিনে করোনা সংক্রমণের জেরে রেলকর্মীদের মধ্যে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। এই নিয়ে রেল প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন।
পূর্ব রেল সূত্রের খবর, চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহে নাইসেডে ১১ জনের নমুনা পাঠানও হয়েছিল। এই ১১ জনই কোভিড পজিটিভ বলে জানিয়ে দিয়েছে নাইসেড। গত বুধবার ৩৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছিল। ইতিমধ্যে আক্রান্ত ১৭ জন রেলকর্মীকে বিআর সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।আপাতত তারা চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ১৬ জনের নমুনা পাঠানও হয়েছিল, তাঁদের মধ্যে ১৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সকলেই বিআর সিং হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সব শ্রেণীর কর্মীদের মধ্যেই কোভিডের সংক্রমণ দেখা গিয়েছে।
উদ্বেগ বাড়িয়েছে নাইসেডের রিপোর্ট, দেখা যাচ্ছে রেলওয়ে চিকিৎসক, ট্রেন চালক, গার্ড থেকে শুরু করে প্রায় সকল স্তরের কর্মীরাই কমবেশি আক্রান্ত হয়েছে। পূর্ব রেলে ইতিমধ্যে ৩ চিকিত্সক ও ৯ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত। এছাড়াও গত শনিবার বেশ কয়েকজন রেল কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে, সোমবার সেই রিপোর্ট আসার কথা। ফলস্বরূপ ধীরে ধীরে ফের বাড়ছে সংক্রমিতের সংখ্যা।যা ইতিমধ্যেই চিন্তার ভাঁজ ফেলেছে রেলের শীর্ষ কর্তাদের কপালে।
রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, যে ভাবে কোভিডের সংক্রমণ ছড়াচ্ছে তা নিশ্চিত রুপে উদ্বেগের বিষয়। তবে এখনও ট্রেন বন্ধের মতো পরিস্থিতি আসেনি। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই সচতনতা প্রচারে জোর দিয়েছে। তারা আরও জানিয়েছেন, স্টেশন চত্বরে সরকারিভাবে জারি করা বিধিনিষেধ মানতে হবে। এমনকি মাস্ক না পড়লে আদায় করা হচ্ছে জরিমানা। এমনকি ট্রেনের ভিতরেও যাত্রীদের যথাযথ কোভিড বিধি মেনে চলার অনুরোধও জানানো হচ্ছে।
শিয়ালদহ ডিআরএম এস পি সিং জানিয়েছেন, যাত্রীদের প্লাটফর্মে প্রবেশ করার আগে মাস্ক পড়তে হবে , এটা বাধ্যতামূলক। এর জন্য সতর্কও করা হচ্ছে তাঁদের।