জামিনের আবেদন খারিজ, অর্পিতা মুখোপাধ্যায়ের একদিনের ইডি হেফাজত

- আপডেট : ২৪ জুলাই ২০২২, রবিবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্ক: অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। সোমবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।
আদালতে অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতের জন্য আবেদন জানানো হয় ইডির তরফে। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে, কী কী পাওয়া গিয়েছে, সেই তালিকাও দেওয়া হয়েছে আদালতে। আদালতে জমা দেওয়া সেই তালিকা অনুযায়ী ২১ কোটি ৯০ লাখ টাকা পাওয়া গিয়েছে অর্পিতার বাড়ি থেকে। অর্থাৎ, প্রায় ২২ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এবং প্রায় ৭৮ লাখ টাকার গয়না পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকেই ইডি কয়েক কোটি টাকা উদ্ধার করে। টাকা গুণতে আনতে হয় ট্রাঙ্ক। ব্যাঙ্ক থেকে নিয়ে আসতে হয় মেশিন। অর্পিতার শোওয়ার ঘরের আলমারি থেকে সাড়ে ২২ কোটি টাকা, ৫০ লক্ষ টাকার গয়না এবং প্রচুর বিদেশি মুদ্রা উদ্ধার করেন ইডি আধিকারিকরা৷ তদন্তকারীদের কাছে অর্পিতা নিজেকে অর্পিতা অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দেন৷ এত বিপুল সম্পত্তি তাঁর কাছে এল কোথা থেকে তা জানতে অর্পিতাকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আজ আর্জি জানাবে ইডি৷ উদ্ধার হওয়া ১৫টি টিনের ট্রাঙ্কে ভরে কড়া পাহারায় নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দফতরে৷ তারপরই অর্পিতাকে নিচে নিয়ে আসে ইডি৷ গাড়িতে ওঠার আগে অর্পিতা দাবি করতে থাকেন, তিনি কোনও অন্যায় করেননি। বিজেপি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে।