০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
মাঝরাতে মন্দিরে গিয়ে তাণ্ডব!

পুরোহিতকে মারধরের অভিযোগ BJP বিধায়কের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে 

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 287

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য রাতে মন্দিরের দরজা না খোলার জের। পুরোহিতকে মারধরের অভিযোগ উঠল বিজেপি (BJP) বিধায়কের ছেলের বিরুদ্ধে।মধ্যপ্রদেশের দেওসের চামুণ্ডা দেবী মন্দিরের ঘটনা। বিজেপি বিধায়ক গোলু শুক্লার ছেলের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে তাতে অভিযুক্ত রুদ্রাক্ষ শুক্লার নাম নেই।সংবাদ মাধ্যম সূত্রে খবর, তখন রাত প্রায় পৌনে একটা। বন্ধ হয়ে গেছে আশেপাশের সমস্ত দোকানপাট। রাস্তাও ফাঁকা, শুনশান। রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে ইন্দোরের চামুণ্ডা দেবী মন্দিরের দরজাও। সেই সময় ১০-১২টি গাড়ি মন্দিরের সামনে এসে দাঁড়ায়। কয়েকজন যুবক মন্দির খোলার জন্য চেঁচামিচি করতে থাকেন।ছিলেন ইন্দোরের এক বিজেপি (BJP) বিধায়কের ছেলেও। কিন্তু এত রাতে মন্দির খুলতে রাজি হননি পুরোহিত। এতেই বিধায়ক গোলু শুক্লার ছেলে রুদ্রাক্ষ শুক্লার বন্ধুদের আঁতে গা লাগে। এরপর রুদ্রাক্ষর এক সঙ্গী জিতেন্দ্র রঘুবংশী দাবি করেন, মন্দিরের দরজা খুলতে হবে। আর তা না মানায় পুরোহিত উপদেশ নাথকে মারধর করেন তিনি।

আরও পড়ুন: বিল পাস নিয়ে রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

যদিও সংশ্লিষ্ট ঘটনায় জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। কিন্তু রুদ্রাক্ষের কোনও নাম সেখানে নেই। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে পুরোহিত উপদেশের দাবি, থানায় অভিযোগ দায়েরের পরই তিনি হুমকি ফোন পেয়েছেন। মামলা তুলে নেওয়ার জন্য জোর করা হচ্ছে তাঁকে। এফআইআর তুলে নেওয়ার জন্য তাঁকে শাসানো হয়েছে। কিন্তু উপদেশ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি অভিযোগ তুলতে রাজি নন। যদিও বিজেপি (BJP) বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে রাজ্য পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, তদন্ত চলছে।মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, জিতেন্দ্র রঘুবংশীর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঝরাতে মন্দিরে গিয়ে তাণ্ডব!

পুরোহিতকে মারধরের অভিযোগ BJP বিধায়কের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্য রাতে মন্দিরের দরজা না খোলার জের। পুরোহিতকে মারধরের অভিযোগ উঠল বিজেপি (BJP) বিধায়কের ছেলের বিরুদ্ধে।মধ্যপ্রদেশের দেওসের চামুণ্ডা দেবী মন্দিরের ঘটনা। বিজেপি বিধায়ক গোলু শুক্লার ছেলের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে তাতে অভিযুক্ত রুদ্রাক্ষ শুক্লার নাম নেই।সংবাদ মাধ্যম সূত্রে খবর, তখন রাত প্রায় পৌনে একটা। বন্ধ হয়ে গেছে আশেপাশের সমস্ত দোকানপাট। রাস্তাও ফাঁকা, শুনশান। রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে ইন্দোরের চামুণ্ডা দেবী মন্দিরের দরজাও। সেই সময় ১০-১২টি গাড়ি মন্দিরের সামনে এসে দাঁড়ায়। কয়েকজন যুবক মন্দির খোলার জন্য চেঁচামিচি করতে থাকেন।ছিলেন ইন্দোরের এক বিজেপি (BJP) বিধায়কের ছেলেও। কিন্তু এত রাতে মন্দির খুলতে রাজি হননি পুরোহিত। এতেই বিধায়ক গোলু শুক্লার ছেলে রুদ্রাক্ষ শুক্লার বন্ধুদের আঁতে গা লাগে। এরপর রুদ্রাক্ষর এক সঙ্গী জিতেন্দ্র রঘুবংশী দাবি করেন, মন্দিরের দরজা খুলতে হবে। আর তা না মানায় পুরোহিত উপদেশ নাথকে মারধর করেন তিনি।

আরও পড়ুন: বিল পাস নিয়ে রাষ্ট্রপতির সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

যদিও সংশ্লিষ্ট ঘটনায় জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। কিন্তু রুদ্রাক্ষের কোনও নাম সেখানে নেই। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে পুরোহিত উপদেশের দাবি, থানায় অভিযোগ দায়েরের পরই তিনি হুমকি ফোন পেয়েছেন। মামলা তুলে নেওয়ার জন্য জোর করা হচ্ছে তাঁকে। এফআইআর তুলে নেওয়ার জন্য তাঁকে শাসানো হয়েছে। কিন্তু উপদেশ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, তিনি অভিযোগ তুলতে রাজি নন। যদিও বিজেপি (BJP) বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খোলেনি পুলিশ। তবে রাজ্য পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, তদন্ত চলছে।মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, জিতেন্দ্র রঘুবংশীর বিরুদ্ধে আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা