ইনামুল হক: বঙ্গীয় সুফি ফকির ও সাঁই সমাজের মিলন উৎসব হয়ে গেল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার দক্ষিণ চাতরা হাই স্কুলের সভাঘরে। বাহ্যিক আচার-অনুষ্ঠানের সীমা ছাড়িয়ে মানুষের অন্তরের পরিশুদ্ধি ও হৃদয়ের জাগরণের মন্ত্র শেখায় সুফিবাদ।
সুফি সাধকেরা বলেছেন, মানব হৃদয়ই ঈশ্বরের আসল মন্দির। তাই জাতি, বর্ণ, ধর্ম, গোত্রের ভেদাভেদ ভুলে সকল মানুষের মধ্যে প্রেম ও সৌভ্রাতৃত্ব ছড়িয়ে দেওয়াই সুফিবাদের বিশেষ তাৎপর্য। এই ভাবনাকে সামনে রেখে রবিবার একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গীয় সুফি ফকির সাঁই সমাজ। সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা, সংগীত ও সংস্থার মুখপত্র ‘আরশিনগর’ পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ হয় এদিন।
পত্রিকা সম্পাদক ও সংস্থার অন্যতম কর্মকর্তা সুবিদ আলী মোল্লা সুফিবাদের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন। সুফিবাদের আলোকে সম্প্রদায়ে সম্প্রদায়ে হানাহানির বিরুদ্ধে মিলনের সুর বেঁধে দেন সংস্থার সহ-সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডা. রউফ মোল্লা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সভাপতি কাশেম মন্ডল।
বিশিষ্ট দলিত নেতা ও সমাজসেবী সুকৃতি রঞ্জন বিশ্বাস বলেন, দুর্ভাগ্যের বিষয় মানুষ উন্নততর পৃথিবীতে বাস করলেও আজ সরকারি পৃষ্ঠপোষকতায় জাত, ধর্ম নিয়ে বিভাজন, বঞ্চনা ও হানাহানি চলছে। যা সভ্যতার কাছে এক চরম বিপদের সংকেত। গবেষক, সাহিত্যিক ও অধ্যাপক ড.বাসুদেব মণ্ডল উদারতার সুরে বলেন, আমিত্ব থেকে বেরিয়ে এসে জাত ধর্মের উর্ধ্বে মানুষের জন্য হয়ে যাওয়াই সুফিবাদের মূল তত্ত্ব। লালন শাহ সে পথ দেখিয়েছিলেন আমাদের।
উপস্থিত ছিলেন চিকিৎসক অমিত চক্রবর্তী, শিক্ষক প্রদীপ রক্ষিত, সুফি বাবর আলী, প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণাংশু মিশ্র , বিভাস দত্ত, কালু শাহ চিশতি, কবি রমজান আলী,সাহিত্যিক সুরঞ্জন প্রামানিক,কবি কাকলি রায় প্রমুখ। সুফি ও ভক্তি বাদী সুরে সকলকে মুগ্ধ করেন শিল্পী মোশারফ মন্ডল, জয়ন্ত আদিত্য রায়,তুহিনা হক।
সুফি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সাহাজী, শাহাদাত আলী, হাসমত আলী, ফিরোজ সরদার , হিমু ফকির ,আক্কাস ফকির ,নবীন কাওয়াল মোজাফফর, আহমদ সরদার, আওকত সরদার, আজিমউদ্দিন খাঁ, ফাতেমা বিবিসহ অনেকে। সমাপ্তি সংগীত পরিবেশন করেন সংস্থার সম্পাদক আব্দুল কাদের শাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবিদ আলী মোল্লা।






























