০৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

BJP কবে নতুন জাতীয় সভাপতি পাবে?

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
  • / 96

পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির (BJP) নতুন সভাপতি কে হবেন, এই নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা চলছে। জেপি নাড্ডার পর বিজেপি কাকে সভাপতি বাছবে, সে নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির অলিন্দে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বিজেপি সভাপতি নির্বাচনও আলোচনায় রয়েছে। সূত্রের খবর, চলতি মাসের শেষ বা মে মাসের শুরুতেই নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হতে পারে

সূত্রের দাবি, বিজেপিতে (BJP) নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া তৎপরতার সঙ্গে করা হচ্ছে। সম্প্রতি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি নড্ডা। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, কর্নাটক ও ওড়িশার নতুন সভাপতির নাম নিয়ে আলোচনা হয়েছে। বিজেপিতে জাতীয় সভাপতি নির্বাচনের জন্য ১৯টি রাজ্যে নির্বাচন প্রয়োজন। ওই রাজ্যগুলিতে সভাপতি নির্বাচন করতে হবে। সূত্রের খবর, এ মাসের শেষ বা মে মাসের শুরুতে নতুন সভাপতি বাছাইয়ের নির্বাচন হতে পারে। তারপরেই ঘোষণা করা হতে পারে নতুন নাম।

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ২০২৪ সালে তৃতীয় মোদী সরকারে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে নাড্ডাকে। পাশাপাশি, তিনি বিজেপি (BJP) সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতেই নাড্ডাকে সভাপতি করা হয়েছিল। সভাপতি পদে মেয়াদ ৩ বছরের। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সেই সময়সীমা নাড্ডার ক্ষেত্রে বাড়ানো হয়েছে। এবার নতুন বছরে নাড্ডাকে বিজেপি সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। উল্লেখ্য যে, বিজেপির জাতীয় সভাপতির নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লিতে বিধানসভা নির্বাচনের কারণে তা বিলম্বিত হয়েছিল।

আরও পড়ুন: রাম ‘পৌরাণিক চরিত্র’: রাহুল

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BJP কবে নতুন জাতীয় সভাপতি পাবে?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির (BJP) নতুন সভাপতি কে হবেন, এই নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা চলছে। জেপি নাড্ডার পর বিজেপি কাকে সভাপতি বাছবে, সে নিয়ে জোর চর্চা চলছে রাজনীতির অলিন্দে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বিজেপি সভাপতি নির্বাচনও আলোচনায় রয়েছে। সূত্রের খবর, চলতি মাসের শেষ বা মে মাসের শুরুতেই নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হতে পারে

সূত্রের দাবি, বিজেপিতে (BJP) নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া তৎপরতার সঙ্গে করা হচ্ছে। সম্প্রতি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি নড্ডা। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, কর্নাটক ও ওড়িশার নতুন সভাপতির নাম নিয়ে আলোচনা হয়েছে। বিজেপিতে জাতীয় সভাপতি নির্বাচনের জন্য ১৯টি রাজ্যে নির্বাচন প্রয়োজন। ওই রাজ্যগুলিতে সভাপতি নির্বাচন করতে হবে। সূত্রের খবর, এ মাসের শেষ বা মে মাসের শুরুতে নতুন সভাপতি বাছাইয়ের নির্বাচন হতে পারে। তারপরেই ঘোষণা করা হতে পারে নতুন নাম।

আরও পড়ুন: জগন্নাথধামের মূর্তির কাঠ চুরি বিতর্ক, বহরমপুর থেকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ২০২৪ সালে তৃতীয় মোদী সরকারে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে নাড্ডাকে। পাশাপাশি, তিনি বিজেপি (BJP) সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। ২০২০ সালের ফেব্রুয়ারিতেই নাড্ডাকে সভাপতি করা হয়েছিল। সভাপতি পদে মেয়াদ ৩ বছরের। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সেই সময়সীমা নাড্ডার ক্ষেত্রে বাড়ানো হয়েছে। এবার নতুন বছরে নাড্ডাকে বিজেপি সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। উল্লেখ্য যে, বিজেপির জাতীয় সভাপতির নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লিতে বিধানসভা নির্বাচনের কারণে তা বিলম্বিত হয়েছিল।

আরও পড়ুন: রাম ‘পৌরাণিক চরিত্র’: রাহুল

আরও পড়ুন: গোয়ায় ফের তৃণমূল! ইঙ্গিত সাকেতের