০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

   সোনিয়ার ‘সার্বভৌমত্ব’ মন্তব্যে কমিশনে বিজেপি, ব্যাখ্যা তলব

ইমামা খাতুন
  • আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার
  • / 62

পুবের  কলম,  ওয়েবডেস্ক: রাত পোহালেই ভোট কর্নাটকে।  তার আগে সোমবার শেষ মুহূর্তের প্রচারে জমজমাট ছিল দক্ষিণের রাজ্য। কর্নাটকে ভোট প্রচারের শেষ দিনে এবার ‘সার্বভৌমত্ব’ ইস্যুতে সোনিয়া গান্ধিকে কোঠগড়ায় দাঁড় করাল বিজেপি।  প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল পদ্ম-শিবির।

উল্লেখ্য, গত শনিবার হুবলিতে প্রচারে গিয়েছিলেন সোনিয়া। সেই প্রচারের একটি  একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন- কর্ণাটকের ভাবমূর্তি, সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্ট করতে পারে এমন শক্তিকে আটকাতে বদ্ধপরিকর কংগ্রেস। আর বিতর্ক শুরু হয় সার্বভৌমত্ব শব্দটিকে কেন্দ্র করে। ভোটের শেষ বেলায় কং নেত্রীর এই পোস্টকে নিজদের তুরুপের তাস বানিয়েছে বিজেপি।

আরও পড়ুন: অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা

নির্বাচন কমিশনকে পদ্ম-শিবির অভিযোগ করে জানায়, এই ধরণের মন্তব্য দেশবিরোধী। অবিলম্বে সোনিয়ার বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এছাড়াও কংগ্রেসের দলীয়  স্বীকৃতি বাতিলেরও আর্জি জানিয়েছে বিজেপি। এই অভিযোগের ভিত্তিতে সোনিয়া গান্ধির টুইট সংশোধনের পাশাপাশি সেটির ব্যাখ্যা চেয়ে  মল্লিকার্জুন খাড়গের কাছে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। পদ্ম-শিবিরের বক্তব্য, কর্ণাটক ভারতের খুব গুরুত্বপূর্ণ রাজ্য। একটি দেশের অন্তর্গত রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা করতে বলার অর্থ বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

 

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

   সোনিয়ার ‘সার্বভৌমত্ব’ মন্তব্যে কমিশনে বিজেপি, ব্যাখ্যা তলব

আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার

পুবের  কলম,  ওয়েবডেস্ক: রাত পোহালেই ভোট কর্নাটকে।  তার আগে সোমবার শেষ মুহূর্তের প্রচারে জমজমাট ছিল দক্ষিণের রাজ্য। কর্নাটকে ভোট প্রচারের শেষ দিনে এবার ‘সার্বভৌমত্ব’ ইস্যুতে সোনিয়া গান্ধিকে কোঠগড়ায় দাঁড় করাল বিজেপি।  প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকল পদ্ম-শিবির।

উল্লেখ্য, গত শনিবার হুবলিতে প্রচারে গিয়েছিলেন সোনিয়া। সেই প্রচারের একটি  একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন- কর্ণাটকের ভাবমূর্তি, সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্ট করতে পারে এমন শক্তিকে আটকাতে বদ্ধপরিকর কংগ্রেস। আর বিতর্ক শুরু হয় সার্বভৌমত্ব শব্দটিকে কেন্দ্র করে। ভোটের শেষ বেলায় কং নেত্রীর এই পোস্টকে নিজদের তুরুপের তাস বানিয়েছে বিজেপি।

আরও পড়ুন: অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা

নির্বাচন কমিশনকে পদ্ম-শিবির অভিযোগ করে জানায়, এই ধরণের মন্তব্য দেশবিরোধী। অবিলম্বে সোনিয়ার বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এছাড়াও কংগ্রেসের দলীয়  স্বীকৃতি বাতিলেরও আর্জি জানিয়েছে বিজেপি। এই অভিযোগের ভিত্তিতে সোনিয়া গান্ধির টুইট সংশোধনের পাশাপাশি সেটির ব্যাখ্যা চেয়ে  মল্লিকার্জুন খাড়গের কাছে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। পদ্ম-শিবিরের বক্তব্য, কর্ণাটক ভারতের খুব গুরুত্বপূর্ণ রাজ্য। একটি দেশের অন্তর্গত রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা করতে বলার অর্থ বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দেওয়া।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

 

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য