০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফের গুজরাত ফ্রন্টিয়ারের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার
  • / 271

 

 

আরও পড়ুন: খাড়ী শ্রীনগরে পবিত্র ঈদ-উল-আযহা’র নামায

পুবের কলম ওয়েবডেস্কঃ গুজরাতের বর্ডার সিকিউরিটি ফোর্স ( বিএসএফ) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাকিস্তান রেঞ্জার্সের হাতে তুলেে দেয় মিষ্টি, জানায় শুভেচ্ছা। গুজরাত- রাজস্থানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমান্তে এই হয় অনুষ্ঠান।

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

বিএসএফের পক্ষ থেকে একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে বিএসএফ গুজরাত ফ্রন্টিয়ারের সেনাকর্তারা এবং তাদের পাকিস্তানী রেঞ্জার্স গুজরাতের কচ্ছ এবং বনাসকাঁথা জেলার পাশাপাশি রাজস্থানের বারমের জেলার মুনাবাও, গাদরা, সোমরার, কেলনোর এবং বর্ণহারে আন্তর্জাতিক সীমান্তে মিষ্টি বিনিময় করেছে।

আরও পড়ুন: আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের

জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাত থেকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ২,২৯০ কিলোমিটার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের।

দুই বাহিনী উভয় দেশের উৎসব, বিশেষ করে দীপাবলি এবং ঈদে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে এই পদ্ধতিতে মিষ্টি বিনিময় করে থাকে। ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে পাকিস্তান রেঞ্জার্সের সঙ্গে মিষ্টি বিনিময় বিএসএফের গুজরাত ফ্রন্টিয়ারের

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: খাড়ী শ্রীনগরে পবিত্র ঈদ-উল-আযহা’র নামায

পুবের কলম ওয়েবডেস্কঃ গুজরাতের বর্ডার সিকিউরিটি ফোর্স ( বিএসএফ) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাকিস্তান রেঞ্জার্সের হাতে তুলেে দেয় মিষ্টি, জানায় শুভেচ্ছা। গুজরাত- রাজস্থানের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমান্তে এই হয় অনুষ্ঠান।

আরও পড়ুন: ঈদের নামায চলাকালীন বৃদ্ধের গলায় চাকুর কোপ: হরিশ্চন্দ্রপুরে গ্রেফতার অভিযুক্ত যুবক

বিএসএফের পক্ষ থেকে একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে বিএসএফ গুজরাত ফ্রন্টিয়ারের সেনাকর্তারা এবং তাদের পাকিস্তানী রেঞ্জার্স গুজরাতের কচ্ছ এবং বনাসকাঁথা জেলার পাশাপাশি রাজস্থানের বারমের জেলার মুনাবাও, গাদরা, সোমরার, কেলনোর এবং বর্ণহারে আন্তর্জাতিক সীমান্তে মিষ্টি বিনিময় করেছে।

আরও পড়ুন: আজ ঈদ-উল-আযহা, নজরদারি ও বিশেষ বার্তা পুলিশ-প্রশাসনের

জম্মু, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাত থেকে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ২,২৯০ কিলোমিটার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিএসএফের।

দুই বাহিনী উভয় দেশের উৎসব, বিশেষ করে দীপাবলি এবং ঈদে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসাবে এই পদ্ধতিতে মিষ্টি বিনিময় করে থাকে। ।