২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গবেষণা ও পেটেন্ট প্রাপ্তিতে দেশে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার
  • / 96

পুবের কলম প্রতিবেদক: দেশের শিক্ষা মানচিত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় বরাবরই সম্মানের জায়গায়  রয়েছে। সেই ধারা অব্যাহত রেখে ফের অন্যতম সেরার স্বীকৃতি পেল কলকাতা। বেসরকারি এক সংস্থার সমীক্ষায় সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে গবেষণা মানে পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, কলকাতা বিশ্ববিদ্যালয় তার অনুকরণীয় পারফরম্যান্সের জন্য প্রশংসা জিতেছে, তাতে আমি গর্বিত! ইন্ডিয়া টুডে দ্বারা ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা-২০২২ অনুসারে, ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্টতম এবং সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান পেয়েছে।’

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

তিনি অন্য একটি ট্যুইটে লেখেন, বিগত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি এবং পেটেন্ট অনুদান দেওয়ার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘ক্যারিয়ার প্রগ্রেশন অ্যান্ড প্লেসমেন্ট’-এ তৃতীয় সর্বোচ্চ স্কোর পেয়েছে। ছাত্র ও শিক্ষকদের অভিনন্দন!’

 

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২-এর, ১৫ অগাস্ট, ২০২২ ইস্যুতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। উল্লেখ্য, এই সমীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভারতের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও, দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদান’ বিভাগেও দ্বিতীয় স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত ভারতীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘কেরিয়ার প্রগ্রেশন এবং প্লেসমেন্ট’ বিভাগে তৃতীয় সর্বোচ্চ স্কোরেরও অধিকারী বলেও জানা গিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গবেষণা ও পেটেন্ট প্রাপ্তিতে দেশে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৭ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: দেশের শিক্ষা মানচিত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় বরাবরই সম্মানের জায়গায়  রয়েছে। সেই ধারা অব্যাহত রেখে ফের অন্যতম সেরার স্বীকৃতি পেল কলকাতা। বেসরকারি এক সংস্থার সমীক্ষায় সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তবে গবেষণা মানে পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, কলকাতা বিশ্ববিদ্যালয় তার অনুকরণীয় পারফরম্যান্সের জন্য প্রশংসা জিতেছে, তাতে আমি গর্বিত! ইন্ডিয়া টুডে দ্বারা ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা-২০২২ অনুসারে, ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্টতম এবং সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান পেয়েছে।’

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

তিনি অন্য একটি ট্যুইটে লেখেন, বিগত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি এবং পেটেন্ট অনুদান দেওয়ার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘ক্যারিয়ার প্রগ্রেশন অ্যান্ড প্লেসমেন্ট’-এ তৃতীয় সর্বোচ্চ স্কোর পেয়েছে। ছাত্র ও শিক্ষকদের অভিনন্দন!’

 

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২-এর, ১৫ অগাস্ট, ২০২২ ইস্যুতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। উল্লেখ্য, এই সমীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভারতের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও, দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদান’ বিভাগেও দ্বিতীয় স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত ভারতীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘কেরিয়ার প্রগ্রেশন এবং প্লেসমেন্ট’ বিভাগে তৃতীয় সর্বোচ্চ স্কোরেরও অধিকারী বলেও জানা গিয়েছে।