০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরাতন গাড়ির নম্বর প্লেটের নিয়মে বদল আনল কেন্দ্র

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 50

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুরাতন গাড়ির নম্বর প্লেটের নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র।  পুরাতন গাড়ির নম্বর প্লেট ভারত সিরিজ নম্বর প্লেটে রূপান্তরিত করার সবুজ সংকেত দিলো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক।

 

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

উল্লেখ্য,  আগে কেবলমাত্র নতুন গাড়ির নম্বর প্লেটেই ভারত ব্যবহার করার অনুমতি ছিল। নতুন যে নিয়ম আনা হয়েছে তাতে পুরাতন গাড়িতেও ভারত সিরিজ নম্বর প্লেট লাগানো যাবে। কেন্দ্রের তরফ থেকে নতুন এই অনুমতি দেওয়ার পর এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও সহজতর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল

 

আরও পড়ুন: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সম্পর্কে কেন্দ্রকে জানাল কমিশন

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করেছে। তাতে জানানো হয়েছে, পুরাতন গাড়ির নম্বরও ভারত সিরিজের  রূপান্তরিত করা যাবে। এই সিদ্ধান্তের ফলে বিএইচ সিরিজ  ইকোসিস্টেমকে বিএইচ সিরিজ ইকোসিস্টেমকে আরও মজবুত করবে বলে মনে করছে কেন্দ্র।

 

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এখন যে সব গাড়িতে সাধারণ রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেগুলিকে বি এইচ  সিরিজ রেজিস্ট্রেশন মার্কে রূপান্তরিত করা যাবে। তবে এই সুবিধা নিতে হলে আবশ্যিকভাবে গাড়ির মালিকদের আলাদা করে কর জমা দিতে হবে।

 

এছাড়াও জানানো হয়েছে, সরকারি কর্মীরা নিজেদের সার্ভিস সার্টিফিকেট জমা দিয়ে ভারত সিরিজ নম্বর প্লেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যে সকল কর্মীরা বেসরকারি সংস্থায়ী কর্মরত তারা এই সুবিধা পেতে হলে ওয়ার্কিং সার্টিফিকেট জমা দিতে হবে এবং তার পরিবর্তে ভারত সিরিজ নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন।

 

ভারত সিরিজ নম্বর প্লেট আসার আগে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় এবং আবার টাকা খরচ হয়। সেক্ষেত্রে ভারত সিরিজ নম্বর প্লেট সমস্ত রকম ঝামেলা থেকে মুক্তি দেবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরাতন গাড়ির নম্বর প্লেটের নিয়মে বদল আনল কেন্দ্র

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ পুরাতন গাড়ির নম্বর প্লেটের নিয়মে বড়সড় বদল আনল কেন্দ্র।  পুরাতন গাড়ির নম্বর প্লেট ভারত সিরিজ নম্বর প্লেটে রূপান্তরিত করার সবুজ সংকেত দিলো কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক।

 

আরও পড়ুন: দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার, শীর্ষে উত্তরপ্রদেশ: সংসদে জানাল কেন্দ্র

উল্লেখ্য,  আগে কেবলমাত্র নতুন গাড়ির নম্বর প্লেটেই ভারত ব্যবহার করার অনুমতি ছিল। নতুন যে নিয়ম আনা হয়েছে তাতে পুরাতন গাড়িতেও ভারত সিরিজ নম্বর প্লেট লাগানো যাবে। কেন্দ্রের তরফ থেকে নতুন এই অনুমতি দেওয়ার পর এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে যাওয়ার প্রক্রিয়া আরও সহজতর হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন: শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল

 

আরও পড়ুন: ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার সম্পর্কে কেন্দ্রকে জানাল কমিশন

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করেছে। তাতে জানানো হয়েছে, পুরাতন গাড়ির নম্বরও ভারত সিরিজের  রূপান্তরিত করা যাবে। এই সিদ্ধান্তের ফলে বিএইচ সিরিজ  ইকোসিস্টেমকে বিএইচ সিরিজ ইকোসিস্টেমকে আরও মজবুত করবে বলে মনে করছে কেন্দ্র।

 

কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এখন যে সব গাড়িতে সাধারণ রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেগুলিকে বি এইচ  সিরিজ রেজিস্ট্রেশন মার্কে রূপান্তরিত করা যাবে। তবে এই সুবিধা নিতে হলে আবশ্যিকভাবে গাড়ির মালিকদের আলাদা করে কর জমা দিতে হবে।

 

এছাড়াও জানানো হয়েছে, সরকারি কর্মীরা নিজেদের সার্ভিস সার্টিফিকেট জমা দিয়ে ভারত সিরিজ নম্বর প্লেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যে সকল কর্মীরা বেসরকারি সংস্থায়ী কর্মরত তারা এই সুবিধা পেতে হলে ওয়ার্কিং সার্টিফিকেট জমা দিতে হবে এবং তার পরিবর্তে ভারত সিরিজ নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারবেন।

 

ভারত সিরিজ নম্বর প্লেট আসার আগে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে গেলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় এবং আবার টাকা খরচ হয়। সেক্ষেত্রে ভারত সিরিজ নম্বর প্লেট সমস্ত রকম ঝামেলা থেকে মুক্তি দেবে।