০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএস নগেন্দ্রকে ফেরত চেয়ে নবান্নকে চিঠি কেন্দ্রের

সুস্মিতা
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 180

পুবের কলম প্রতিবেদক: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের সময় পুলিশি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি। যিনি নন্দীগ্রামের বয়ালের বুথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ম্যাডাম খাকি পরে দাগ নেব না‘। এবার সেই নগেন্দ্রকে ডেপুটেশনে ডেকে নিল দিল্লি। জানা গিয়েছে, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার এই মর্মে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। নগেন্দ্রকে সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
নগেন্দ্র ত্রিপাঠি ছাড়াও আরও দুই আইপিএস কর্তা অবধেশ পাঠক ও আন্নাপ্পাই-কেও তাঁদের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নবান্ন তাঁদের ছাড়তে রাজি হবে কি না এখন সেও ব্যাপার। ভোটের পর বীরভূম জেলার পুলিশ সুপার করা হয়েছিল নগেন্দ্র ত্রিপাঠিকে। অনেকে বলেন, বীরভূমের তৎকালীন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পছন্দ করতেন নগেন্দ্রকে। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই নগেন্দ্রকে বীরভূম থেকে বদলি করে দেওয়া হয়। তাঁকে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি পদে।

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে ভিনরাজ্যের বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইপিএস নগেন্দ্রকে ফেরত চেয়ে নবান্নকে চিঠি কেন্দ্রের

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের সময় পুলিশি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি। যিনি নন্দীগ্রামের বয়ালের বুথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ম্যাডাম খাকি পরে দাগ নেব না‘। এবার সেই নগেন্দ্রকে ডেপুটেশনে ডেকে নিল দিল্লি। জানা গিয়েছে, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার এই মর্মে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। নগেন্দ্রকে সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
নগেন্দ্র ত্রিপাঠি ছাড়াও আরও দুই আইপিএস কর্তা অবধেশ পাঠক ও আন্নাপ্পাই-কেও তাঁদের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নবান্ন তাঁদের ছাড়তে রাজি হবে কি না এখন সেও ব্যাপার। ভোটের পর বীরভূম জেলার পুলিশ সুপার করা হয়েছিল নগেন্দ্র ত্রিপাঠিকে। অনেকে বলেন, বীরভূমের তৎকালীন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পছন্দ করতেন নগেন্দ্রকে। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই নগেন্দ্রকে বীরভূম থেকে বদলি করে দেওয়া হয়। তাঁকে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি পদে।

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে ভিনরাজ্যের বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নর