ফিলিস্তিনি শিশুদের শিক্ষার জন্য ১০ লক্ষ ডলার দিল চিন
- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
- / 164
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাষ্ট্রসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডাব্লিউএ) এক ঘোষণায় জানিয়েছে, চিন ফিলিস্তিনি শিশুদের মানসম্মত, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক মৌলিক শিক্ষা প্রদানের জন্য দশ লক্ষ ডলার অনুদান দিয়েছে। সংস্থাটি ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে ১৯টি স্কুলের ৯ হাজার ২০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে এ অনুদান ব্যবহার করবে।
ইউএনআরডাব্লিউএ’র পার্টনারশিপ ডিরেক্টর করিম আমের বলেন, ‘ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার সংরক্ষণে চিন সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা চিনের সাথে আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে মূল্যায়ন করি, যা ক্রমাগত বৃদ্ধি ও প্রসারিত হচ্ছে।’
ফিলিস্তিনে চিনা অফিসের প্রধান রাষ্ট্রদূত গুও ওয়েই বলেন, বেজিং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ইউএনআরডাব্লিউএ’র মাধ্যমে সক্রিয়ভাবে সহায়তা প্রদান করেছে। ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে চিন গাজা উপত্যকায় শরণার্থীদের জরুরি খাদ্য সহায়তা প্রদানের জন্য ইউএনআরডাব্লিউএকে অনুদান দিয়েছে।
সেই সঙ্গে করোনার সময় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য করোনা ভ্যাকসিন এবং করোনা প্রতিরোধের বিভিন্ন সামগ্রী অনুদান হিসেবে দিয়েছে। ফিলিস্তিনি শিশুদের জন্য ১০ লক্ষ ডলার অনুদান দেওয়ার কথা উল্লেখ করে গুও ওয়েই বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রস্তুত।’












































