০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

সুস্মিতা
  • আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার
  • / 244

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইল এবং ইরানের যুদ্ধ আবহের মধ্যেই চিন তার নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছে। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রের খবর, তেলআবিবে অবস্থিত চিনের দূতাবাস নাগরিকদের যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। জর্ডন দিয়ে নাগরিকদের ইসরাইল থেকে বেরনোর পরামর্শ দিয়েছে চিনা দূতাবাস।

গত শুক্রবার ইসরাইল, ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্র-সহ একাধিক স্থানে বিমান ও ড্রোন হামলা চালায়। তেহরানও পালটা হামলা চালায় ইসরাইলের উপর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং আহত শতাধিক বলে জানিয়েছে ইসরাইল। উলটোদিকে ইসরাইলের হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং হাজার জনেরও বেশি আহত ইরানে।

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ইরানের উপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে চিন। সংঘাত আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যের দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছে জিং পিংয়ের দেশ।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

অন্যদিকে ভারতীয়দের ইরানের রাজধানী ছাড়ার আহ্বান জানিয়েছে কেন্দ্র সরকার। নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, ‘সকল ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে’ । ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তেহরানে থাকা ভারতীয় পড়ুয়াদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কিছু ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান ছেড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার পরামর্শ

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইল এবং ইরানের যুদ্ধ আবহের মধ্যেই চিন তার নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছে। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রের খবর, তেলআবিবে অবস্থিত চিনের দূতাবাস নাগরিকদের যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। জর্ডন দিয়ে নাগরিকদের ইসরাইল থেকে বেরনোর পরামর্শ দিয়েছে চিনা দূতাবাস।

গত শুক্রবার ইসরাইল, ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্র-সহ একাধিক স্থানে বিমান ও ড্রোন হামলা চালায়। তেহরানও পালটা হামলা চালায় ইসরাইলের উপর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং আহত শতাধিক বলে জানিয়েছে ইসরাইল। উলটোদিকে ইসরাইলের হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং হাজার জনেরও বেশি আহত ইরানে।

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

ইরানের উপর ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়েছে চিন। সংঘাত আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যের দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করে দিয়েছে জিং পিংয়ের দেশ।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

অন্যদিকে ভারতীয়দের ইরানের রাজধানী ছাড়ার আহ্বান জানিয়েছে কেন্দ্র সরকার। নাগরিকদের ইরানের রাজধানী তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। তেহরানের ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, ‘সকল ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে’ । ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তেহরানে থাকা ভারতীয় পড়ুয়াদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কিছু ভারতীয়কে আর্মেনিয়া সীমান্ত দিয়ে ইরান ছেড়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

উল্লেখ্য, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে’ তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছেন।