৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুপুরী তুরস্ক, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০০০ 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 68

পুবের কলম, ওয়েবডেস্ক: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার। তুরস্কে মৃত্যু হয়েছে ৩৪০০ ও সিরিয়ায় প্রাণহানি ঘটেছে ১৫০০ জনের। ২০২১ সালের আগস্টের পর বিশ্বব্যাপী সবচেয়ে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সোমবারের তিনবারের পরে আজ মঙ্গলবার ফের একবার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। একদিকে প্রবল ভূমিকম্প অন্যদিকে তুষারপাতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে তুরস্ক।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক ট্যুইট বার্তায় এরদোগান জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তার জন্য সে কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হল। আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদেশে ও আমাদের বিদেশি প্রতিনিধি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

ইউএসজিএস বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

এরদোগান আরেক ট্যুইটে ভূমিকম্পের ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আশা করছি দ্রুতসম্ভব আমরা কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি একসঙ্গে কাটিয়ে উঠব। অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অন্যান্য ইউনিট সতর্ক রয়েছে। ভারত সহ ২০টি দেশ তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৃত্যুপুরী তুরস্ক, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০০০ 

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার। তুরস্কে মৃত্যু হয়েছে ৩৪০০ ও সিরিয়ায় প্রাণহানি ঘটেছে ১৫০০ জনের। ২০২১ সালের আগস্টের পর বিশ্বব্যাপী সবচেয়ে বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সোমবারের তিনবারের পরে আজ মঙ্গলবার ফের একবার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫। একদিকে প্রবল ভূমিকম্প অন্যদিকে তুষারপাতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে তুরস্ক।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক ট্যুইট বার্তায় এরদোগান জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তার জন্য সে কারণে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হল। আগামী ১২ ফেব্রুয়ারি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদেশে ও আমাদের বিদেশি প্রতিনিধি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

ইউএসজিএস বলছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে।

আরও পড়ুন: তুরস্ক বয়কট, মামলা গেল দিল্লি হাইকোর্টে

এরদোগান আরেক ট্যুইটে ভূমিকম্পের ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আশা করছি দ্রুতসম্ভব আমরা কম ক্ষয়ক্ষতিসহ দুর্যোগটি একসঙ্গে কাটিয়ে উঠব। অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। অন্যান্য ইউনিট সতর্ক রয়েছে। ভারত সহ ২০টি দেশ তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।