পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে ফের এক অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিস্ফোরণে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের বারামুলা থেকে ডাঃ বিলাল নাসির মাল্লাকে গ্রেফতার করে এনআইএ। তদন্তকারী সংস্থা জানিয়েছে, দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত বিলাল। তাকে গ্রেফতার করা হয়েছে। এপর্যন্ত বিস্ফোরণে যুক্ত সন্দেহে আট জনকে গ্রেফতার করল এনআইএ। তদন্তকারী সংস্থা জানিয়েছে, “বিলাল জেনেশুনে মৃত অভিযুক্ত উমর উন নবীকে লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন। সন্ত্রাসী হামলা সম্পর্কিত প্রমাণ নষ্ট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”
উল্লেখ্য, সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি।





























