০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দুর্গা প্রতিমা বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১১

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 816
মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় প্রতিমা বিসর্জনকে ঘিরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন, যাদের মধ্যে ৮ জন নাবালিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় পান্ধানা ব্লকের আরডালা বাঁধের কাছে প্রতিমা নিরঞ্জন চলাকালীন একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে যায়। ট্রলিটিতে ৩০ জনেরও বেশি মানুষ ছিলেন। হঠাৎ রাস্তার অংশ ভেঙে পড়ে যাওয়া ট্রলিটি জলে ডুবে যায় এবং বহু মানুষ ভেসে যায়। খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ দ্রুত উদ্ধার কাজে নামে। এখনো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে
Tag :