পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর আবহে এনআরসি-র আতঙ্ক। আর এই আতঙ্কে আত্মহত্যা করেন প্রদীপ কর নামে এক বৃদ্ধ। আর এই ঘটনায় উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকার পানিহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওই বৃদ্ধর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার এই মৃত্যু নিয়ে থানায় অভিযোগ দায়ের হল। বুধবার রাতে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন মৃত প্রদীপ করের ভাইয়ের স্ত্রী। তার অভিযোগ, কেউ বা কারা প্রদীপ করকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে।পুলিশ সূত্রের খবর, প্রদীপ করের সুইসাইড নোটের ফরেন্সিক পরিক্ষা হবে।
উল্লেখ্য, এনআরসি-র আতঙ্কেই পানিহাটির মহাজাতি নগরের বাসিন্দা ৫৭ বছর বয়সী প্রদীপ কর নামে ওই ব্যক্তি নিজের আবাসনেই আত্মহত্যা করেন। সূত্রের খবর, মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ডায়েরি। তাতেই এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা। ডায়েরির খাতার একদম নিচে লেখা, ‘এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী’। প্রদীপ করের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




































