১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আজ সিকিমে জি-২০ বিজনেস সামিট,  উপস্থিত বিদেশের ৮০ প্রতিনিধি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্ক:  কিছু দিন আগেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জি-২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক। এবার সিকিমে আয়োজিত হতে চলেছে বিজনেস ২০ মিট। বৃহস্পতিবারই এটি শুরু হতে চলেছে। এরপর মার্চের ১৮ ও ১৯ তারিখ স্টার্ট আপ মিটের আয়োজন করা হয়েছে। মোদি সরকারের নিজস্ব প্রকল্প রয়েছে ‘স্টার্ট আপ ইন্ডিয়া’। বিশ্বের নিরিখে নয়া স্টার্ট আপ সূচনায় ভারত প্রথম সারিতে রয়েছে। ফলত এই জি-২০ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য।

সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক জানিয়েছেন, জি-২০ বৈঠকের জন্য সিকিম পুরোপুরি প্রস্তুত। রাজ্যের সমস্ত দায়িত্বশীল আধিকারিকরা এই বৈঠক সফলভাবে আয়োজন করার জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। ফলে সিকিমের উদ্যোক্তাদের জন্যও এটাকে সুবর্ণ সুযোগ বলে মনে করছেন তিনি।

সূত্রের খবর,  ২০টি জি-২০ ভুক্ত দেশ থেকে ৮০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বৃহস্পতিবারের এই বৈঠকে। ভারত জি-২০ এর সভাপতি হিসেবে এই প্রোগ্রামের আয়োজন করছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, জি-২০ বৈঠকের আয়োজন করতে পেরে আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। রাজ্যকে নতুনভাবে সাজানো হয়েছে এই বৈঠকের জন্য।

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারের তুরুপের তাস হয়ে উঠেছে জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি। একে নানাভাবে ব্যবহার করছে বিজেপি সরকার। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করার চেষ্টাও করেছিলেন মোদি-জয়শঙ্কররা। কিন্তু তা অবশ্য সফল হয়নি। এবার বিজনেস সামিটকে কীভাবে ‘ব্যবহার’ করা হবে, সেটাই দেখতে মুখিয়ে রয়েছে দেশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ সিকিমে জি-২০ বিজনেস সামিট,  উপস্থিত বিদেশের ৮০ প্রতিনিধি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কিছু দিন আগেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জি-২০ ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক। এবার সিকিমে আয়োজিত হতে চলেছে বিজনেস ২০ মিট। বৃহস্পতিবারই এটি শুরু হতে চলেছে। এরপর মার্চের ১৮ ও ১৯ তারিখ স্টার্ট আপ মিটের আয়োজন করা হয়েছে। মোদি সরকারের নিজস্ব প্রকল্প রয়েছে ‘স্টার্ট আপ ইন্ডিয়া’। বিশ্বের নিরিখে নয়া স্টার্ট আপ সূচনায় ভারত প্রথম সারিতে রয়েছে। ফলত এই জি-২০ সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য।

সিকিমের মুখ্য সচিব ভিবি পাঠক জানিয়েছেন, জি-২০ বৈঠকের জন্য সিকিম পুরোপুরি প্রস্তুত। রাজ্যের সমস্ত দায়িত্বশীল আধিকারিকরা এই বৈঠক সফলভাবে আয়োজন করার জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত থাকবেন। ফলে সিকিমের উদ্যোক্তাদের জন্যও এটাকে সুবর্ণ সুযোগ বলে মনে করছেন তিনি।

সূত্রের খবর,  ২০টি জি-২০ ভুক্ত দেশ থেকে ৮০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বৃহস্পতিবারের এই বৈঠকে। ভারত জি-২০ এর সভাপতি হিসেবে এই প্রোগ্রামের আয়োজন করছে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানান, জি-২০ বৈঠকের আয়োজন করতে পেরে আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। রাজ্যকে নতুনভাবে সাজানো হয়েছে এই বৈঠকের জন্য।

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারের তুরুপের তাস হয়ে উঠেছে জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সি। একে নানাভাবে ব্যবহার করছে বিজেপি সরকার। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতা করার চেষ্টাও করেছিলেন মোদি-জয়শঙ্কররা। কিন্তু তা অবশ্য সফল হয়নি। এবার বিজনেস সামিটকে কীভাবে ‘ব্যবহার’ করা হবে, সেটাই দেখতে মুখিয়ে রয়েছে দেশ।