১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
টিভি চ্যানেলদের বারবার সাইরেন না বাজানোর নির্দেশ বিজেপি নেতার
বারবার সাইরেন বাজাবেন না, সত্যি কারের হলে কি… ?

ইমামা খাতুন
- আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- / 60
পুবের কলম,ওয়েবডেস্ক: পহেলগাঁও কাণ্ডে ভারতের প্রত্যাঘাতে টালমাটাল পাক মুলক। পাল্টা প্রত্যাঘাত আনে তারাও। এই আবহে টিভি চ্যানেলেগুলিকে বারবার সাইরেন বাজানোর খবর সম্প্রচার না করার নির্দেশ দিলেন হরিয়ানার বর্ষীয়ান বিজেপি নেতা অনিল বিজ।
অনিল এদিন বলেন, একদিন এমন হবে সত্যি কারের সাইরেন বাজবে আর মানুষ ভাবতে টিভিতে সাইরেন বাজছে। তাই চ্যানেল গুলোকে বারবার সাইরেন না বাজানোর পরামর্শ দিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট বিষয়ে সোশ্যাল সাইট এক্সে তিনি লিখেছেন, আপনাদেরকে আনুরোধ করে জানাচ্ছি যে, বারবার টিভিতে সাইরেন বাজানো বন্ধ করুন। না হয়, একদিন সত্যি কারের সাইরেন বেজে উঠবে আর মানুষ ভাবতে টিভিতে কোনও শো সম্প্রচারিত হচ্ছে। যুদ্ধ তো হচ্ছে। আর পাকিস্তানে অবস্থা বেসামাল। মা-বোনেদের সিঁদুরের বদলা নিয়েছে ‘অপারেশন সিঁদুর’।