আবারও দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 13
পুবের কলম ওয়েবডেস্ক : নিম্নচাপ কমে যাওয়ায় আকাশ এখন মেঘমুক্ত। রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে রোদের মুখ। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে আংশিক মেঘলার দেখা মিললেও তবে বৃষ্টি হয়নি। এই মুহুর্তে রাজ্যে বর্ষা অত্যন্ত সক্রিয় রয়েছে, আর তার সঙ্গে আছে ঘূর্ণাবর্ত। জানা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে এখনও কিছুদিন টানা বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তবে বেশ কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে কলকাতাতে। আর জলীয় বাষ্পের কারণে বাতাসে থাকবে অস্বস্তি। দক্ষিণবঙ্গের ন’টি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর। কিন্তু উত্তরবঙ্গে রবিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি।
নিম্নচাপ সরে গেলেও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে যে সোমবার থেকে একাধিক জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বইতে পারে বাতাস। বীরভূম ও মুর্শিদাবাদে বুধবার ভারী বর্ষণ হতে পারে । দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া হতে পারে। অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ।