১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টের বড় রায়, সব মামলা খারিজ

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
  • / 50

 পুবের কলম ওয়েবডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ২০২৫ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সব মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার দুপুরে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে জানিয়ে দেয়, SSC-র নিয়োগপ্রক্রিয়ায় আদালত কোনও হস্তক্ষেপ করবে না। এসএসসি-র নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগবিধি নিয়ে একাধিক চাকরিপ্রার্থী মামলা করেছিলেন।

 

সোমবার এই মামলার শুনানি শেষ হয় ডিভিশন বেঞ্চে। রাজ্যের পক্ষে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত, SSC-র হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষে ছিলেন অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় বড় ধাক্কা, নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ ‘দাগি’ চাকরিপ্রার্থীরা

 

আরও পড়ুন: এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক: সিঙ্গল বেঞ্চের রায়ে চ্যালেঞ্জ

শুনানিতে এজি কিশোর দত্ত যুক্তি দেন, ২০১৬ সালের SSC নিয়োগ প্রক্রিয়ার পর ২০১৯ সালে নতুন নিয়োগবিধি তৈরি হয়েছিল, যা চ্যালেঞ্জ করা হয়নি। তাই ২০২৫ সালের নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তিনি আরও বলেন, SSC তার নিজস্ব মূল্যায়ন নীতি ঠিক করার অধিকার রাখে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসিতে চিহ্নিত ‘দাগি’রা বসতে পারবেন না: হাইকোর্ট

 

AG দত্ত জানান, SSC-ই ঠিক করবে কোন যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া স্বাভাবিক, আর শিক্ষকতার ক্ষেত্রেও তা প্রযোজ্য। SSC-র নিয়োগ বিধিতে শিক্ষকতার অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া নিয়মসঙ্গত ও যুক্তিসঙ্গত বলেও এজি আদালতে ব্যাখ্যা করেন।

 

ফলে বুধবার দুপুরে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে আর কোনও হস্তক্ষেপ করা হবে না এবং যে সব আবেদন চ্যালেঞ্জ হিসেবে পেশ করা হয়েছিল, সেগুলি সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো। এই রায়ের ফলে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পর নতুন নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে SSC-র আর কোনও আইনি জটিলতা রইল না বলে মনে করছেন আইনি মহল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টের বড় রায়, সব মামলা খারিজ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্ক: স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর ২০২৫ সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সব মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার দুপুরে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে জানিয়ে দেয়, SSC-র নিয়োগপ্রক্রিয়ায় আদালত কোনও হস্তক্ষেপ করবে না। এসএসসি-র নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগবিধি নিয়ে একাধিক চাকরিপ্রার্থী মামলা করেছিলেন।

 

সোমবার এই মামলার শুনানি শেষ হয় ডিভিশন বেঞ্চে। রাজ্যের পক্ষে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল (AG) কিশোর দত্ত, SSC-র হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের পক্ষে ছিলেন অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় বড় ধাক্কা, নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ ‘দাগি’ চাকরিপ্রার্থীরা

 

আরও পড়ুন: এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক: সিঙ্গল বেঞ্চের রায়ে চ্যালেঞ্জ

শুনানিতে এজি কিশোর দত্ত যুক্তি দেন, ২০১৬ সালের SSC নিয়োগ প্রক্রিয়ার পর ২০১৯ সালে নতুন নিয়োগবিধি তৈরি হয়েছিল, যা চ্যালেঞ্জ করা হয়নি। তাই ২০২৫ সালের নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। তিনি আরও বলেন, SSC তার নিজস্ব মূল্যায়ন নীতি ঠিক করার অধিকার রাখে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসিতে চিহ্নিত ‘দাগি’রা বসতে পারবেন না: হাইকোর্ট

 

AG দত্ত জানান, SSC-ই ঠিক করবে কোন যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া স্বাভাবিক, আর শিক্ষকতার ক্ষেত্রেও তা প্রযোজ্য। SSC-র নিয়োগ বিধিতে শিক্ষকতার অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া নিয়মসঙ্গত ও যুক্তিসঙ্গত বলেও এজি আদালতে ব্যাখ্যা করেন।

 

ফলে বুধবার দুপুরে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে আর কোনও হস্তক্ষেপ করা হবে না এবং যে সব আবেদন চ্যালেঞ্জ হিসেবে পেশ করা হয়েছিল, সেগুলি সম্পূর্ণ খারিজ করে দেওয়া হলো। এই রায়ের ফলে ২৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পর নতুন নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে SSC-র আর কোনও আইনি জটিলতা রইল না বলে মনে করছেন আইনি মহল।