কর্নাটকে টুপি পরে কলেজে আসায় মুসলিম ছাত্রকে মারধর, ৭ জনের বিরুদ্ধে এফআইআর

- আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
- / 85
পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটকের একটি কলেজ প্রাঙ্গনে টুপি পরে আসায় এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল কলেজেরই অধ্যক্ষ, এক সাব ইন্সপেক্টর এবং অন্য পাঁচজনের বিরুদ্ধে। এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার পুলিশ এ কথা জানিয়েছে।
রাজ্যের বাগালকোট জেলার তেরদালা থানার স্থানীয় বানাহাট্টি জেএমএফসি আদালতের নির্দেশ অনুসারে মামলাটি দায়ের করা হয়েছে। এ বিষয়ে আদালতে আবেদন করেন নাভিদ হাসান নামে এক কলেজ ছাত্র।
তার আবেদনে নাভিদ বলেছেন, ১৮ ফেব্রুয়ারি, যখন তিনি টুপি পরে তেরদলের সরকারি কলেজে এসেছিলেন, তখন তাকে অপমান এবং তার ধর্মীয় অনুভূতিকে “আঘাত” করে প্রতিষ্ঠানে প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
তিনি অধ্যক্ষ এবং পুলিশ সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য আদালতের কাছে আবেদন করেছিলেন। যিনি তাকে কলেজ থেকে বের করে দিয়েছিলেন এবং তার ধর্মকে “অপমান” করেছিলেন। আবেদনটি বিবেচনা করে আদালত পুলিশকে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে।
আগামী ৩০জুন মামলাটি শুনানির জন্য গ্রহণ করবেন আদালত। মামলার তদন্ত করছেন জামাখান্দির সহকারি পুলিশ সুপার।
এর আগে অধ্যক্ষ এ.এস. পূজারা নাভিদ এবং তার বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন যাতে তারা তাকে লাঞ্ছিত করে এবং তার দায়িত্ব পালনে বাধা দেয় বলে অভিযোগ।