০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিগত ৫ বছরে ৩৪টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে, রাজ্যসভায় বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার
  • / 3

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত গত পাঁচ বছরে ৩৪টি সংখ্যালঘু  হত্যার ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীর উপত্যকায়। বুধবার রাজ্যসভায় রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ১১ জন, ২০১৮ সালে তিনজন, ২০১৯-এ ৬, ২০২০-তে তিনজন ও ২০২১-এ ১১টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সংখ্যালঘু হত্যার শীর্ষে ছিল ২০২১। এই সময়ে উপত্যকায় ১১টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় এক লিখিত বিবৃতি দিয়ে বলেন, সন্ত্রাস সম্পর্কিত হামলায় ২০১৭ থেকে ২০২১ সালের মধ্য ৩৪টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে। উপত্যকায় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থাগুলির মধ্যে আছে কড়া নিরাপত্তা বেষ্টনী, গোয়েন্দা গ্রিড, স্ট্যাটিক গার্ডের আকারে গ্রুপ নিরাপত্তা,  নাকা চেকিং, সন্ত্রাসীদের বিরুদ্ধে সক্রিয় অভিযান। এছাড়াও সংখ্যালঘু বসবাসকারী এলাকায় টহলদারি চালানো হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী রাই আরও বলেন, সহিংসতা, আন্তঃসীমান্ত গুলিবর্ষণ, মাইন, আইডি বিস্ফোরণে সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর সরকারের প্রকল্পের অধীনে জঙ্গি হামলায় নিহত বেসামরিক পরিবারগুলিকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিগত ৫ বছরে ৩৪টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে, রাজ্যসভায় বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের  

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত গত পাঁচ বছরে ৩৪টি সংখ্যালঘু  হত্যার ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীর উপত্যকায়। বুধবার রাজ্যসভায় রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

রিপোর্ট অনুযায়ী ২০১৭ সালে ১১ জন, ২০১৮ সালে তিনজন, ২০১৯-এ ৬, ২০২০-তে তিনজন ও ২০২১-এ ১১টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া বিবৃতি অনুযায়ী, সংখ্যালঘু হত্যার শীর্ষে ছিল ২০২১। এই সময়ে উপত্যকায় ১১টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় এক লিখিত বিবৃতি দিয়ে বলেন, সন্ত্রাস সম্পর্কিত হামলায় ২০১৭ থেকে ২০২১ সালের মধ্য ৩৪টি সংখ্যালঘু হত্যার ঘটনা ঘটেছে। উপত্যকায় সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এই ব্যবস্থাগুলির মধ্যে আছে কড়া নিরাপত্তা বেষ্টনী, গোয়েন্দা গ্রিড, স্ট্যাটিক গার্ডের আকারে গ্রুপ নিরাপত্তা,  নাকা চেকিং, সন্ত্রাসীদের বিরুদ্ধে সক্রিয় অভিযান। এছাড়াও সংখ্যালঘু বসবাসকারী এলাকায় টহলদারি চালানো হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী রাই আরও বলেন, সহিংসতা, আন্তঃসীমান্ত গুলিবর্ষণ, মাইন, আইডি বিস্ফোরণে সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর সরকারের প্রকল্পের অধীনে জঙ্গি হামলায় নিহত বেসামরিক পরিবারগুলিকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।