০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জোহানেসবার্গ জয় করে ইতিহাস গড়তে চায় ভারত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্কঃএর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই জঘন্য রেকর্ড থেকে মুক্তি নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। এর আগে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। তাই সোমবার থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্ট জিতে নিলে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে কোহলিরা।

১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামে ভারত। মধ্যিখানে আরও ছয়বার টেস্ট সিরিজ খেলেছে ভারত। যারমধ্যে পাঁচটিতে হারে, একটি সিরিজ ড্র করে। সর্বমোট সাতটি সিরিজ খেলেছে, ছয়টি হেরেছে, একটি ড্র করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কোন নজির নেই ভারতের। ২০০৬ ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু দু’বারই ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

২০১০ সালে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা জিতলেও, পরের টেস্ট জিতে সমতা আনে ভারত। তৃতীয় টেস্ট ড্র হয়। ফলে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হার এড়াতে সক্ষম হয়  ভারত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সেটিই ছিল সেরা সাফল্য। এবারে অবশ্য সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১১৩ রানে জিতে ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়নে জয় পায় টিম ইন্ডিয়া। মুহাম্মদ শামি সহ ভারতীয় বোলারদের দাপটের সামনে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ভারতের ৩২৭ রানের জবাবে ১৯৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।  দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান করে। পাল্টা খেলতে নেমে ১৯১ আবারও অলআউট হয়ে ১১৩ রানে হেরে বসে দক্ষিণ আফ্রিকা।প্রথম ইনিংসে ১২৩ রানের দারুন ইনিংস খেলেন ওপেনার লোকেশ রাহুল।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোহানেসবার্গ জয় করে ইতিহাস গড়তে চায় ভারত

আপডেট : ২ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃএর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই জঘন্য রেকর্ড থেকে মুক্তি নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। এর আগে সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। তাই সোমবার থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্ট জিতে নিলে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস গড়বে কোহলিরা।

১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামে ভারত। মধ্যিখানে আরও ছয়বার টেস্ট সিরিজ খেলেছে ভারত। যারমধ্যে পাঁচটিতে হারে, একটি সিরিজ ড্র করে। সর্বমোট সাতটি সিরিজ খেলেছে, ছয়টি হেরেছে, একটি ড্র করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কোন নজির নেই ভারতের। ২০০৬ ও ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছিল ভারত। কিন্তু দু’বারই ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

২০১০ সালে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা জিতলেও, পরের টেস্ট জিতে সমতা আনে ভারত। তৃতীয় টেস্ট ড্র হয়। ফলে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হার এড়াতে সক্ষম হয়  ভারত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সেটিই ছিল সেরা সাফল্য। এবারে অবশ্য সিরিজ জয়ের সুযোগ তৈরি করেছে ভারত। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ১১৩ রানে জিতে ভারত। এশিয়ার প্রথম দল হিসেবে সেঞ্চুরিয়নে জয় পায় টিম ইন্ডিয়া। মুহাম্মদ শামি সহ ভারতীয় বোলারদের দাপটের সামনে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ভারতের ৩২৭ রানের জবাবে ১৯৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।  দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান করে। পাল্টা খেলতে নেমে ১৯১ আবারও অলআউট হয়ে ১১৩ রানে হেরে বসে দক্ষিণ আফ্রিকা।প্রথম ইনিংসে ১২৩ রানের দারুন ইনিংস খেলেন ওপেনার লোকেশ রাহুল।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

 

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা