কানাডার মাটিতে ছুরিকাহত এক ভারতীয়, গ্রেফতার এক

- আপডেট : ৫ এপ্রিল ২০২৫, শনিবার
- / 58
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বিদেশের মাটিতে ভারতীয় খুন। কানাডার অটোয়া শহরের কাছে ছুরিকাহত এক ভারতীয়। পুলিশের জালে আটক এক সন্দেহভাজন ব্যক্তি। ভারতীয় হাই কমিশনের তরফে জানানো হয়েছে, রকল্যান্ডে ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ভারতের হাই কমিশন থেকে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, “অটোয়ার কাছে রকল্যান্ডে ছুরিকাহত এক ভারতীয়। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। একটি বিবৃতি বলা হয়েছে, “শোকাহত আত্মীয়দের সম্ভাব্য সব রকমের সাহায্য করা হবে। স্থানীয় একটি সংস্থার মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকাল ৩টের ঠিক আগে রকল্যান্ডের লালন্ডে স্ট্রিটের কাছে আচমকাই গুলি চলে। ঘটনাস্থল অটোয়া শহরের কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত। একটি সংবাদ সংস্থাকে পুলিশ জানিয়েছে, “যেহেতু আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি, তাই আর কোনও তথ্য দেওয়া সম্ভব নয়।”