পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকায় মৃত্যু হল এক ভারতীয়। তেলেঙ্গানার জনগাঁও জেলার চব্বিশ বছর বয়সী এক মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে তার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। মৃতের নাম সহজা রেড্ডি উদুমালা। জানা গিয়েছে, ২০২ সালে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন। তিনি নিউইয়র্কের আলবানিতে বসবাস করতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, আশেপাশের একটি ভবনে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে সহজার বাড়িতে। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন এবং পালাতে পারেননি বলে জানা গেছে। বৃহস্পতিবারের ঘটনায় তার নিজের ঘর থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। এক্স পোস্টে নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, “আলবানিতে এক বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রাণ হারানো ভারতীয় নাগরিক সহজা রেড্ডি উদুমালার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও আন্তরিক সমবেদনা জানাই।” কনস্যুলেট জানিয়েছে, যে তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করছে।
সাহাজার আকস্মিক মৃত্যু তার পরিবারে নেমে এসেছে শোক। তিনি হায়দরাবাদের টিসিএসের কর্মচারী উদুমুলা জয়কর রেড্ডি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা গোপুমারিয়া শৈলজার বড় মেয়ে ছিলেন। তার বাবা-মা অধীর আগ্রহে পড়াশোনা শেষ করে তার ফেরার অপেক্ষায় ছিলেন। মেয়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তারা। বিদেশের মাটি থেকে তাদের মেয়ের মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন মৃতের পরিবার।






























