০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-সউদি বিমান চালু হচ্ছে

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 69

পুবের কলম, ওয়েবডেস্ক:  দ্বি-পাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর এখন ইরান ও সউদির মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু হতে চলেছে। এক  বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইরানের অসামরিক বিমান চলাচল সংস্থা।  উভয় সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব ফ্লাইট চালু হবে। ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র জাফর ইয়াজেরলু এক বিবৃতিতে বলেন, ‘সউদি আরবের সঙ্গে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনার পর প্রয়োজনীয় সরকারি অনুমতি দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে।’ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার ৭ বছর পর গত শুক্রবার দেশ দু’টির মধ্যে একটি চুক্তি সই হয়। মধ্যস্থতায় ছিল চিন। মূলত এরপরই বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এ তথ্য জানায়।  ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরান ও সউদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরান থেকে বিমানে করে পুনরায় হজযাত্রীদের সউদি আরবে পাঠানোর ব্যবস্থা করা। উল্লেখ্য, ২০১৬ সালে সউদি আরব এক শিয়া ধর্মগুরুকে ফাঁসি দেয়। এর জেরে ইরানে অবস্থিত সউদি কূটনৈতিক মিশনে হামলা চালানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ সউদি আরব ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান-সউদি বিমান চালু হচ্ছে

আপডেট : ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  দ্বি-পাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির পর এখন ইরান ও সউদির মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু হতে চলেছে। এক  বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইরানের অসামরিক বিমান চলাচল সংস্থা।  উভয় সরকারের কাছ থেকে অনুমোদন পেলেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব ফ্লাইট চালু হবে। ইরানের সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মুখপাত্র জাফর ইয়াজেরলু এক বিবৃতিতে বলেন, ‘সউদি আরবের সঙ্গে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি পর্যালোচনার পর প্রয়োজনীয় সরকারি অনুমতি দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে।’ কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার ৭ বছর পর গত শুক্রবার দেশ দু’টির মধ্যে একটি চুক্তি সই হয়। মধ্যস্থতায় ছিল চিন। মূলত এরপরই বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এ তথ্য জানায়।  ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরান ও সউদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরান থেকে বিমানে করে পুনরায় হজযাত্রীদের সউদি আরবে পাঠানোর ব্যবস্থা করা। উল্লেখ্য, ২০১৬ সালে সউদি আরব এক শিয়া ধর্মগুরুকে ফাঁসি দেয়। এর জেরে ইরানে অবস্থিত সউদি কূটনৈতিক মিশনে হামলা চালানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ সউদি আরব ইরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে।