দুর্গাপুর আদালত স্বাভাবিক রাখতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

- আপডেট : ১৯ জুলাই ২০২৩, বুধবার
- / 7
পারিজাত মোল্লা: ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্তদের জেল হেফাজতে পাঠিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা আদালতের এক বিচারক। ধৃতদের মধ্যে ছিলেন এক ‘ল’ ক্লার্ক। যার জেরে দুর্গাপুর আদালতে চলে কর্মবিরতি। আইন মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক অসীমানন্দ মণ্ডলকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
একটি মামলার প্রেক্ষিতে বিচারকের কাছ থেকে অভিযোগ পেয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে জানান, -‘আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তা তিনি নিতে পারেন’।অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার দিন গণনাকেন্দ্রে যাওয়ার পথে বুদবুদে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে কংগ্রেস। ঘটনার তদন্তে নেমে ১১জনকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের ‘ল’-ক্লার্ক রতন মণ্ডলও। জানা গেছে, পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জয়ী এক প্রার্থীর স্বামী তিনি।দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক অসীমানন্দ মণ্ডল। এরপরেই বার অ্যাসোসিয়েশন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কট করে বলে অভিযোগ। বিভিন্ন জেলা আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দায়িত্বে থাকে। দুর্গাপুর মহকুমা আদালত বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের দায়িত্বে রয়েছে।
তাই বিচারক অসীমানন্দ মণ্ডল তাঁর কাছে অভিযোগ দায়ের করেন। এই প্রেক্ষিতেই আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।