০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বায়োপিকের জন্য ১৫ কোটি টাকা পেলেন কপিল দেবরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 50

পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৮৩ সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছিল। সেই দলকে সফলভাবে নেতূত্ব দিয়েছিলেন কপিল দেব। এবার সেই কপিল দেবের জীবনী নিয়ে ছবি তৈরি হচ্ছে। কপিলের চরিত্রে ওই ছবিতে অভিনয় করছেন রনবীর কাপুর। ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে ছবিটি বানিয়েছেন কবীর খান। যার নাম ‘৮৩’। ছবির ট্রেলার এরই মধ্যেই বেরিয়েছে।জানা গিয়েছে, ওই ছবি তৈরির অনুমতি পেতে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের মোটা টাকা দিতে হয়েছে ছবির নির্মাতাদের।

জানা গিয়েছে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য সুনীল গাভাসকর, দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রীসহ কপিল দেবকে ১৫ কোটি টাকা দিতে হয়েছিল ছবির পরিচালক কবির খানকে। যদিও এর মধ্যে একা কপিল দেব নাকি সর্বোচ্চ পাঁচ কোটি টাকা নিয়েছেন।এক প্রতিবেদনে জানা গিয়েছে, যেহেতু প্রত্যেক ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি হয়েছে তাই ওই সব ক্রিকেটারদের অনুমতির প্রয়োজন ছিল। সেটা মাথায় রেখে ছবির নির্মাতারা ৮৩’র বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মোট ১৫ কোটি টাকা দেন।

আরও পড়ুন: আসছে বায়োপিক ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’

এই বিপুল অংকের টাকা পেয়ে খুশি ভারতের বিশ্বকাপ জয়ের নায়করা। সবচেয়ে খুশি কপিল দেব। কারণ, একদিকে তিনি সবচেয়ে বেশি টাকা (৫ কোটি টাকা) পাচ্ছেন, একইভাবে তাকেই কেন্দ্র করেই এই ছবি তৈরি হচ্ছে। জানা গিয়েছে, শীঘ্রই বলিউডের পর্দায় মুক্তি পাবে এই ছবি। ভারতের ক্রিকেটপ্রেমী মানুষরাও এই ছবির অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে।

আরও পড়ুন: বড় পর্দায় এবার দাদার বায়োপিক

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বায়োপিকের জন্য ১৫ কোটি টাকা পেলেন কপিল দেবরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ১৯৮৩ সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছিল। সেই দলকে সফলভাবে নেতূত্ব দিয়েছিলেন কপিল দেব। এবার সেই কপিল দেবের জীবনী নিয়ে ছবি তৈরি হচ্ছে। কপিলের চরিত্রে ওই ছবিতে অভিনয় করছেন রনবীর কাপুর। ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে ছবিটি বানিয়েছেন কবীর খান। যার নাম ‘৮৩’। ছবির ট্রেলার এরই মধ্যেই বেরিয়েছে।জানা গিয়েছে, ওই ছবি তৈরির অনুমতি পেতে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের মোটা টাকা দিতে হয়েছে ছবির নির্মাতাদের।

জানা গিয়েছে, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য সুনীল গাভাসকর, দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রীসহ কপিল দেবকে ১৫ কোটি টাকা দিতে হয়েছিল ছবির পরিচালক কবির খানকে। যদিও এর মধ্যে একা কপিল দেব নাকি সর্বোচ্চ পাঁচ কোটি টাকা নিয়েছেন।এক প্রতিবেদনে জানা গিয়েছে, যেহেতু প্রত্যেক ক্রিকেটারের জীবনের উপর ভিত্তি করে ছবি তৈরি হয়েছে তাই ওই সব ক্রিকেটারদের অনুমতির প্রয়োজন ছিল। সেটা মাথায় রেখে ছবির নির্মাতারা ৮৩’র বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মোট ১৫ কোটি টাকা দেন।

আরও পড়ুন: আসছে বায়োপিক ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’

এই বিপুল অংকের টাকা পেয়ে খুশি ভারতের বিশ্বকাপ জয়ের নায়করা। সবচেয়ে খুশি কপিল দেব। কারণ, একদিকে তিনি সবচেয়ে বেশি টাকা (৫ কোটি টাকা) পাচ্ছেন, একইভাবে তাকেই কেন্দ্র করেই এই ছবি তৈরি হচ্ছে। জানা গিয়েছে, শীঘ্রই বলিউডের পর্দায় মুক্তি পাবে এই ছবি। ভারতের ক্রিকেটপ্রেমী মানুষরাও এই ছবির অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন ধরে।

আরও পড়ুন: বড় পর্দায় এবার দাদার বায়োপিক