দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে কেজরিসরকার! এবার কি দু’দিনের লকডাউন করতে হবে প্রশ্ন প্রধান বিচারপতির?

- আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লিতে মাত্রাছাড়া দূষণ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। এবার সেই দূষণের কারণে সুপ্রিম কোর্টের (Supreme Court)-র রোষের মুখে পড়ল কেজরিসরকার। শীর্ষ আদালতের বিচারপতি এনভি রমণ (NV Ramana) এ দিন দিল্লির বায়ুদূষণ নিয়ে একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে দূষণ নিয়ন্ত্রণে কেজরিসরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে দুই দিনের জন্য লকডাউন করার পরামর্শও দেন।

দীপাবলির পরের দিন থেকেই ভয়ঙ্কর বায়ুদূষণে ঢাকা পড়েছে দিল্লি ও সংলগ্ন এলাকাগুলির আকাশ। এ দিন সকালেও দিল্লিতে বাতাসের গুণমান ৫০০-এ পৌঁছয়, যা চলতি বছরের সর্বোচ্চ দূষণের মাত্রা। এই পরিস্থিতিতে বায়ু দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি।
প্রধান বিচারপতি এনভি রমণ এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন, ‘এভাবেই চলতে থাকলে আমরা বাঁচব কীভাবে?” ‘দূষণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ হিসাবে আপনাদের কী পরিকল্পনা? দুদিনের লকডাউন? দিল্লির বাতাসের গুণমান কমাতে আপনাদের জরুরিভিত্তিতে কী পরিকল্পনা রয়েছে?’
প্রসঙ্গত, যত দিন যাচ্ছে দিল্লি দূষণের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। উত্তর ভারতের একাধিক এলাকা ধুঁকছে বিষবায়ু রোগে। গতবছরের চেয়ে সেই পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। কেজরিসরকার জোর ও বিজোর সংখ্যার গাড়ি চলারও নির্দেশিকা জারি করে। কিন্তু তাও কমেনি দূষণের মাত্রা। দূষণে যমুনার জলে বেড়েছে দূষণের মাত্রা। জলে চারদিকে ভাসছে ফেনা। তার মধ্যেই ছটপুজো করার চিত্র সামনে এসেছে।

বিষিয়ে যাওয়া বায়ু কাটাতে এই প্রথমবার অ্যান্টি স্মগ গান নামাতে হয় রাজধানীতে। দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গোরক্ষপুর, বুলন্দশহরে সহ হরিয়ানার হিসার, পানিপথ, সোনিপথের বায়ুতে বেড়েছে দূষণ। ফলে রোগ বাসা বাঁধছে শরীরে।শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যাল্যার্জি, চর্মরোগ, চোখ জ্বালার মতো রোগ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মানুষের গড় আয়ু কমতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।