০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনের কোপ! চিনে ফিরল পুরনো প্রথা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 67

পুবের কলম, ওয়েবডেস্কঃ লকডাউনে অচল হয়ে পড়া চিনের জিয়ান নগরীর বাসিন্দারা এখন খাদ্যের অভাবে পণ্য বিনিময়ে মরিয়া হয়ে উঠেছেন। ফিরে এসেছে সেই প্রাচীন বিনিময় প্রথা। চিনের সোশ্যাল সাইটে পোস্ট করা নানা ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয়রা সিগারেট ও নানা প্রযুক্তি পণ্যের বিনিময়ে খাবার নিচ্ছেন। চিনে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার উপকেন্দ্র হয়ে উঠেছে জিয়ান নগরী। সংক্রমণ রোধে নগরীর এক কোটি ৩০ লক্ষ বাসিন্দাকে গত ২৩ ডিসেম্বর থেকে কঠোর লকডাউনে থাকতে হচ্ছে, এমনকী খাবার বা নিত্যপণ্য কিনতেও তারা বাড়ির বাইরে যেতে পারছে না।

সূত্রের খবর, সরকার নগরীতে বিনামূল্যে খাবার সরবরাহ করছে। কিন্তু ত্রাণ নিয়ে প্রচুর অভিযোগ আসছে। কেউ কেউ বলেছেন, তাদের খাবার প্রায় ফুরিয়ে এসেছে, এখনও কোনও ত্রাণ তাদের হাতে পৌঁছায়নি। নেটে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে, লোকজন সিগারেটের বিনিময়ে বাঁধাকপি, ডিসওয়াশিং লিকুইডের বিনিময়ে আপেল এবং স্যানিটারি প্যাডের বিনিময়ে অল্প কিছু সবজি কিনছেন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

ওয়াং নামে একজন বলেন, ’একই ভবনের বাসিন্দারা নিজেদের মধ্যে পণ্যের বিনিময়ে খাবার সংগ্রহ করছেন। কারণ তাদের খাবার ফুরিয়ে এসেছে।’

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

আরও পড়ুন: China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লকডাউনের কোপ! চিনে ফিরল পুরনো প্রথা

আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ লকডাউনে অচল হয়ে পড়া চিনের জিয়ান নগরীর বাসিন্দারা এখন খাদ্যের অভাবে পণ্য বিনিময়ে মরিয়া হয়ে উঠেছেন। ফিরে এসেছে সেই প্রাচীন বিনিময় প্রথা। চিনের সোশ্যাল সাইটে পোস্ট করা নানা ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্থানীয়রা সিগারেট ও নানা প্রযুক্তি পণ্যের বিনিময়ে খাবার নিচ্ছেন। চিনে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যার উপকেন্দ্র হয়ে উঠেছে জিয়ান নগরী। সংক্রমণ রোধে নগরীর এক কোটি ৩০ লক্ষ বাসিন্দাকে গত ২৩ ডিসেম্বর থেকে কঠোর লকডাউনে থাকতে হচ্ছে, এমনকী খাবার বা নিত্যপণ্য কিনতেও তারা বাড়ির বাইরে যেতে পারছে না।

সূত্রের খবর, সরকার নগরীতে বিনামূল্যে খাবার সরবরাহ করছে। কিন্তু ত্রাণ নিয়ে প্রচুর অভিযোগ আসছে। কেউ কেউ বলেছেন, তাদের খাবার প্রায় ফুরিয়ে এসেছে, এখনও কোনও ত্রাণ তাদের হাতে পৌঁছায়নি। নেটে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে, লোকজন সিগারেটের বিনিময়ে বাঁধাকপি, ডিসওয়াশিং লিকুইডের বিনিময়ে আপেল এবং স্যানিটারি প্যাডের বিনিময়ে অল্প কিছু সবজি কিনছেন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

ওয়াং নামে একজন বলেন, ’একই ভবনের বাসিন্দারা নিজেদের মধ্যে পণ্যের বিনিময়ে খাবার সংগ্রহ করছেন। কারণ তাদের খাবার ফুরিয়ে এসেছে।’

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

আরও পড়ুন: China doesn’t plot wars, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারিতে কড়া বার্তা বেজিং-এর