আমদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত মণিপুরের মেইতেই ও কুকি কন্যা

- আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার
- / 65
পুবের কলম ওয়েবডেস্ক: গত দুবছর ধরে অগ্নিগর্ভ মণিপুর। কুকি ও মেইতেইদের মধ্যে সংঘাতের ফলে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। সেই বিমানে ছিলেন মণিপুরেরই দুই মেয়ে। তাঁদের একজন কুকি ও অন্যজন মেতেই সম্প্রদায়ের প্রতিনিধি।
মেতেই সম্প্রদায়ের কনগ্রাবেইলিয়াতপাম গানথোই শর্মা এবং থাডুয়াস সম্প্রদায়ের লামনুনথেম সিংসন। থাডুয়াস আসলে কুকি-জো সম্প্রদায়েরই একটি অংশের নাম। এই দুই তরুণী ছিলেন বিমানের ক্রু সদস্য। সিংসনের বাড়ি মেইতেই অধ্যুষিত ইম্ফলে। ২০২৩ সালের মে মাসের পর মেইতেই-কুকি সংঘর্ষ তুমুল আকার ধারণ করলে তাঁর পরিবার চলে আসে কাংপোকপিতে। গত বছরই তিনি যোগ দিয়েছিলেন এয়ার ইন্ডিয়ায়। অন্যদিকে গানথোই শর্মা ২০২৩ সালে ওই সংস্থায় যোগ দেন। দু’জনই ছিলেন ‘অভিশপ্ত’ উড়ানে।
বৃহস্পতিবার আহমেদাবাদে টেক অফের ৩০ সেকেন্ড পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রী এবং ক্রু মেম্বার-সহ ২৪২ জনের মধ্যে ২৪১ জনই প্রাণ হারিয়েছেন। বাকিদের মতোই লন্ডনে আর পৌঁছোন হল না মণিপুরের দুই কন্যার।